ব্যাটারি ড্রেনেজ ইস্যু: সমাধানের জন্য iOS 15.4.1 এবং iPadOS 15.4.1 আপডেট রোলআউট করল Apple

আইফোন (iPhone) ব্যবহারকারীদের জন্য সম্প্রতি একটি নতুন সফ্টওয়্যার আপডেট iOS 15.4 (আইওএস ১৫.৪) রোলআউট করেছিল Apple (অ্যাপল)। মাস্কের সাথে ফেস আইডি ব্যবহার করার বিকল্প অফার করার দরুন এই লেটেস্ট আইওএস ভার্সনটি অ্যাপলপ্রেমীদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছিল। সেইসাথে আইপ্যাডের জন্য একগুচ্ছ কার্যকর ফিচারসহ আসা iPadOS 15.4 (আইপ্যাডওএস ১৫.৪) আপডেটটিও মার্কেটে আত্মপ্রকাশ করে। কিন্তু দুঃখের বিষয় হল, এই দুটি আপডেটই ভয়ঙ্কর সমস্যায় ফেলেছে লক্ষ লক্ষ ইউজারকে। আসলে ব্যাপারটা হল, এই নয়া অপারেটিং সিস্টেম যারা নিজেদের আইফোনে কিংবা আইপ্যাডে ইনস্টল করেছেন, তারা প্রায় প্রত্যেকেই ব্যাটারি ড্রেনেজ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন। ফুল চার্জ দেওয়ার পর মাত্র কয়েক ঘণ্টা ব্যবহার করলেই হুড়হুড় করে চার্জ ১০০ থেকে শূন্যে এসে ঠেকছে! গত কয়েকদিন ধরে টুইটারে টেক জায়ান্টটির প্রতি এই ধরনের অভিযোগ-অনুযোগের পোস্টের বন্যা বয়ে যাচ্ছে। তাই অবশেষে এবার বিষয়টি স্বীকার করে ইউজারদেরকে সাহায্য করতে মাঠে নামলো খোদ Apple।

বর্তমানে অ্যাপল অন্যান্য কয়েকটি ইমপ্রুভমেন্টের পাশাপাশি ব্যাটারি ড্রেন সমস্যার সমাধানের জন্য আইওএস ১৫.৪.১ (iOS 15.4.1) এবং আইপ্যাডওএস ১৫.৪.১ (iPadOS 15.4.1) আপডেটগুলি রোলআউট করেছে। এই আপডেটগুলি উক্ত সমস্যার সমাধানের পাশাপাশি কিছু অ্যাক্সেসেবিলিটি বাগের জন্য ফিক্স, এবং আইফোন ও আইপ্যাডের জন্য আরও উন্নত সিকিউরিটি ফিচারসহ এসেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, অ্যাপল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে নিলেও অ্যাপল সাপোর্ট অ্যাকাউন্ট এক ইউজারের ব্যাটারি ড্রেনেজ সংক্রান্ত সমস্যার অভিযোগের প্রতিক্রিয়ায় জানিয়েছে যে, আপডেটের পর অ্যাপগুলি যে আরও বেশি ব্যাটারি ক্ষয় করবে সেটা খুবই স্বাভাবিক! যাইহোক, নতুন আপডেটে ইউজাররা এই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন বলেই আশা করা যায়।

কীভাবে আপনার আইফোনকে iOS 15.4.1 ভার্সনে আপডেট করবেন

১. প্রথমে আইফোনের সেটিংসে-এ যান (iPhone 6s বা তার পরবর্তী ভার্সনের মডেল)।

২. এরপর ‘জেনারেল’ বাটনে ট্যাপ করুন।

৩. এবার ‘সফটওয়্যার আপডেট’ অপশনটি নির্বাচন করুন।

এরপর যদি আপনার আইফোনটি কোনো আপডেট পেয়ে থাকে, তবে স্ক্রিনে ‘ডাউনলোড অ্যান্ড ইন্সটল’ লেখা একটি প্রম্পট প্রদর্শিত হবে। তবে নতুন আপডেট ইনস্টল করার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার আইফোনটি ইন্টারনেটের সাথে কানেক্টেড, এবং ফোনে ন্যূনতম ৬০% চার্জ রয়েছে কি না। এছাড়াও, আপডেটের আগে আপনার ডেটা ব্যাক আপ নিতে ভুলবেন না কিন্তু!