iQOO Z6 Lite 5G পারফরম্যান্সে অন্যদের দেবে টেক্কা, হবে Snapdragon 4 সিরিজের নতুন প্রসেসরের প্রথম ফোন

iQOO Z6 Lite 5G কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ সিরিজের নতুন প্রসেসরের প্রথম ফোন হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আজ একটি রিপোর্টে জানানো হয়েছে। এই প্রসেসর পারফরম্যান্সের দিক থেকে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেটের সমতুল্য হবে। এর আগে শোনা গিয়েছিল যে, আসন্ন ফোনটির ফিচারের সঙ্গে Vivo T1x-এর ফিচারের মিল থাকতে পারে। যদিও নতুন এই মিডিয়া রিপোর্ট এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে। এবং একই সঙ্গে সামনে এসেছে iQOO Z6 Lite 5G-এর বেশ কিছু স্পেসিফিকেশন। মনে করা হচ্ছে সেপ্টেম্বরেই গ্লোবাল মার্কেটে উন্মোচিত হতে পারে ফোনটি।

iQOO Z6 Lite 5G হবে নতুন Snapdragon 4 Series প্রসেসরের প্রথম ফোন

টেক পাবলিকেশন ৯১মোবাইলস একটি রিপোর্টে দাবি করেছে, উন্নত পারফরম্যান্সের জন্য আপকামিং আইকো জেড ৬ লাইট ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ সিরিজের নতুন প্রসেসর, যা পারফরম্যান্সের নিরিখে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ চিপসেটের মতো। পূর্ববর্তী লিকস অনুযায়ী, মনে করা হচ্ছে আইকো জেড ৬ লাইট ৫জি ফোনটি সেপ্টেম্বর মাসেই বাজারে আত্মপ্রকাশ করবে।

এর আগে অনেকে মনে করেছিলেন আইকো জেড ৬ লাইট ৫জি ফোনটি সদ্য মুক্তিপ্রাপ্ত ভিভো টি১এক্স-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। যদিও বর্তমানে প্রাপ্ত লেটেস্ট মিডিয়া রিপোর্ট এই দাবিকে খারিজ করে দিয়েছে। কারণ আইকো জেড ৬ লাইট ৫জি ফোনটির হার্ডওয়ার স্পেসিফিকেশনে বেশ কিছু পরিবর্তন করা হবে।

পূর্ববর্তী একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছিল, iQ0O Z6 Lite 5G ফোনটিকে একটি পরিচিত সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে দেখা গিয়েছে, যেখানে তার মডেল নম্বর ছিল Vivo I2208। এছাড়াও আরেকটি রিপোর্ট দাবি করেছে iQOO Z6 Lite 5G ফোনটিকে ওই একই মডেল নম্বর-সহ সম্প্রতি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস (BIS) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। যা দেখে মনে করা হচ্ছে এই ফোনটি শীঘ্রই এদেশেও লঞ্চ করতে পারে।

আসন্ন ফোনটি লো বাজেট রেঞ্জে আসবে বলে এর আগে শোনা গিয়েছিল, যার দাম ভিভো Vivo T1x-এর থেকেও কম হবে। এক্ষেত্রে আপনাদের মনে করিয়ে দিই, Vivo T1x হ্যান্ডসেটটি গত জুলাই মাসে ভারতে আত্মপ্রকাশ করেছিল, যার প্রারম্ভিক মূল্য ছিল ১১,৯৯৯ টাকা।