Xiaomi 12 Ultra হবে সবার বস, আসছে 5x পেরিস্কোপ লেন্স সহ

গত বছরের শেষের দিকেই চীনের বাজারে পা রাখে Xiaomi 12 স্মার্টফোন সিরিজটি। এই সিরিজের অধীনে Xiaomi 12, Xiaomi 12 Pro এবং Xiaomi 12X- এই তিনটি স্মার্টফোনের উপর থেকে পর্দা সরিয়েছে চীনা সংস্থাটি। লঞ্চ হওয়ার সাথে সাথেই চীনা ক্রেতাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে ফোনগুলি। শোনা যাচ্ছে, এই সিরিজের চতুর্থ মডেল হিসেবে Xiaomi 12 Ultra ফোনটিও শীঘ্রই বাজারে পা রাখবে। কিছুদিন আগে এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছিলেন, এই ফোনের ক্যামেরা সেটআপটি Xiaomi 12 সিরিজের অন্যান্য ফোনগুলির মতই হতে চলেছে। এখন ওই টিপস্টার জানিয়েছেন যে, Xiaomi 12 Ultra ফোনের কোয়াড ক্যামেরা সিস্টেমে থাকবে একটি ৫এক্স (5x) পেরিস্কোপ লেন্স।

Xiaomi 12 Ultra ফোনে থাকতে পারে 5x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা

চীনা টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন (Digital Chat Station) একটি পোস্টে দাবি করেছেন, আসন্ন শাওমি ১২ আল্ট্রা ফোনের ক্যামেরা সিস্টেমে দেওয়া হবে ৫এক্স পেরিস্কোপ ক্যামেরা। যদি টিপস্টারের এই দাবিটি সত্য প্রমাণিত হয়, তাহলে চলতি বছর বাজারে এই ধরনের অপটিক্যাল জুমিং রেঞ্জের সাথে আসা প্রথম সারির কয়েকটি চীনা ফোনের মধ্যে শাওমির এই ফোনটি হবে অন্যতম। এর আগে টিপস্টার বলেছিলেন যে, টেলিফোটো সেন্সরের ক্ষেত্রে বাজারে প্রায় কোনও ফোনেরই উন্নত জুমিং রেঞ্জ নেই। বেশিরভাগ ডিভাইসই ৩এক্স থেকে ৩.৩এক্স অপটিক্যাল জুমে আটকে আছে, যেমনটি দেখা গিয়েছে সম্প্রতি লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ১০ প্রো ফ্ল্যাগশিপ ফোনেও।

সেদিক থেকে আসন্ন Xiaomi 12 Ultra স্মার্টফোনটি অপেক্ষাকৃত ভালো টেলিফটো সেন্সর সহ বাজারে লঞ্চ হতে পারে। এমনকি শোনা যাচ্ছে যে, Xiaomi 12 সিরিজের “আল্ট্রা” মডেলে সংস্থা তাদের নিজস্ব সার্জ চিপ ব্যবহার করতে পারে। এছাড়াও, ফোনের ক্যামেরাগুলি লাইকা অপটিক্স দ্বারা চালিত হতে পারে।

জানিয়ে রাখি, Xiaomi 12 Ultra ফোনের ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে। পূর্বে ফাঁস হওয়া রেন্ডার অনুযায়ী, এই ফোনের ক্যামেরা মডিউলটি বৃত্তাকার হতে পারে। এরসাথে Xiaomi 12 Ultra ফোনের সাম্প্রতিক কেস ইমেজগুলি থেকে ফোনের ফ্রন্ট প্যানেলটিও সামনে এসেছে।

প্রসঙ্গত, এই ফোনের স্পেসিফিকেশনের প্রসঙ্গে বললে, স্মার্টফোনটিতে ২কে (2K) রেজোলিউশন সহ ৬.৬ইঞ্চির AMOLED প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে। তবে পূর্বসূরির মতো কোনও সেকেন্ডারি স্ক্রিন দেখা যাবে না। Xiaomi 12 Pro ফোনে ব্যবহার করা হতে পারে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং এই ফোনে দুর্দান্ত ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

উল্লেখ্য, Xiaomi 12 Ultra ফোনের লঞ্চের তারিখটি এখন অজানা। তবে, এটি চীনা স্প্রিং ফেস্টিভ্যালের পরে বাজারে আত্মপ্রকাশ করতে পারে বলে জানা গেছে। সুতরাং, ফেব্রুয়ারির শেষের দিকে লঞ্চ হতেপারে শাওমির জনপ্রিয় ফ্ল্যাগশিপ সিরিজের “আল্ট্রা” মডেলটি।