বিশ্বের প্রথম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাথে ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Mi 11 ও Mi 11 Pro

নতুন বছর শুরু হওয়ার আগেই এবার বড়োসড়ো চমক নিয়ে হাজির হচ্ছে Xiaomi। জনপ্রিয় চীনা স্মার্টফোন কোম্পানিটি জানুয়ারির বদলে, ডিসেম্বরের ২৯ তারিখেই লঞ্চ করতে চলেছে তাদের ফ্ল্যাগশিপ Mi 11 সিরিজ। তবে সেদিন এটি চীনের ঘরোয়া মার্কেটে নাকি গ্লোবালি লঞ্চ করা হবে তা অবশ্য নিশ্চিত করা যায় নি। মি ১১ সিরিজে দুটি ফোন থাকতে পারে, Mi 11 ও Mi 11 Pro। এই ফোনদুটি বিশ্বের প্রথম স্মার্টফোন হবে যা কোয়ালকমের সদ্য ঘোষিত স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেটের সাথে লঞ্চ হবে।

গিজমোচিনার রিপোর্ট অনুযায়ী, শাওমি তাদের আসন্ন ফ্ল্যাগশিপ সিরিজ লঞ্চ করতে জোর কদমে কাজ চালাচ্ছে। প্রথমে মনে করা হচ্ছিলো Mi 11 সিরিজ জানুয়ারিতে আসবে। তবে সোর্স টিম থেকে পাওয়া খবর অনুযায়ী, ২৯ ডিসেম্বরই পর্দা ওঠানো হবে মি ১১ ও মি ১১ প্রো ফোন দুটির ওপর থেকে। পাশাপাশি লঞ্চের দিন থেকেই Xiaomi-র নতুন এই স্মার্টফোনের সেল শুরু হয়ে যাবে। ইতিমধ্যে উইবোতে ফোনদুটির দামও ফাঁস হয়ে গেছে৷ চীনের বাজারে Mi 11 ও Mi 11 Pro স্মার্টফোন দুটির দাম হতে পারে যথাক্রমে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৫,০৭৮ টাকা) এবং ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৫৯,৭৫৩ টাকা)। এই দাম ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।

পূর্বে রেন্ডার দেখে আমরা জানতে পেরেছিলাম, এই ফ্ল্যাগশিপ সিরিজ কার্ভড ডিসপ্লে এবং পাঞ্চ হোল ডিজাইনের সাথে আসবে। যার কাটআউট ডিসপ্লের ওপরে একদম বামদিকে থাকবে। রিপোর্ট অনুযায়ী, দুটি ফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সাথে ৬ ইঞ্চি কিউএইচডি+ আমোলেড ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে।

এছাড়া গতসপ্তাহেই জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন, চীনের 3C সার্টিফিকেশনের স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছিলেন, Mi 11 ফোনে ২৩৯০ এমএএইচ ও Mi 11 Pro ফোনে ২,৪৮৫ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি আদতে ডুয়াল সেল ব্যাটারি, যার আসল ক্যাপাসিটি যথাক্রমে ৪৭৮০ ও ৪,৯৭০ এমএএইচ। তবে Xiaomi এগুলি ৫,০০০ এমএএইচের ব্যাটারি হিসেবেই মার্কেটিং করতে পারে।