আনলিমিটেড 5G ডেটা প্ল্যান বন্ধ করতে চলেছে Jio ও Airtel

Avatar

Published on:

Airtel Jio End Unlimited 5G Plans

প্রায় এক বছর আগে ভারতে 5G লঞ্চ করেছে Reliance Jio এবং Bharti Airtel। আর লঞ্চের পর থেকেই তারা তাদের ব্যবহারকারীদের বিনামূল্যে 5G পরিষেবা দিয়ে আসছে। তবে আর হয়তো বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে না। কারণ, সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে Reliance Jio এবং Bharti Airtel একসাথে শীঘ্রই প্রিমিয়াম গ্রাহকদের জন্য তাদের আনলিমিটেড 5G ডেটা প্ল্যান বন্ধ করার পরিকল্পনা করছে।

যদিও বিশ্লেষকদের মতে, সংস্থাগুলি ৪জি-এর তুলনায় ৫জি পরিষেবার জন্য হয়তো ৫-১০ শতাংশ বেশি চার্জ নিতে পারে। তাই গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই। ইকোনমিক টাইমস জানিয়েছে, আপগ্রেড করা প্ল্যানগুলি ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। আর সংস্থা দুটি আয় জন্য এই পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।

বিশেষজ্ঞদের মতে, Jio ও Airtel ২০২৪ সালের সেপ্টেম্বর ত্রৈমাসিকে তাদের আয় বাড়াতে মোবাইল শুল্ক কমপক্ষে ২০ শতাংশ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

তবে ভারতের অন্য দুটি টেলিকম অপারেটর Vodafone Idea এবং সরকারি মালিকানাধীন BSNL এখনও ৫জি পরিষেবা চালু করতে পারেনি। তাই এই দুই সংস্থা শীঘ্রই প্ল্যানের দাম নাও বাড়াতে পারে।

সঙ্গে থাকুন ➥