পড়াশুনার সুবিধার্থে Lava লঞ্চ করলো তিনটি ট্যাবলেট, বিনামূল্যে মিলবে ১৫ হাজার টাকার কোর্স

ভারত সরকারের অনুপ্রেরণা এবং সাহায্য পেয়ে, গত বছর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে ভারতীয় মোবাইল নির্মাতা সংস্থাগুলি। এর মধ্যে জনপ্রিয় ভারতীয় মোবাইল ব্র্যান্ড Lava, চলতি বছরের শুরুতেই কাস্টমাইজেবল স্মার্টফোনে এনে বাজারে বেশ হইচই ফেলেছে। লঞ্চ হয়েছে কোম্পানির বেশ কয়েকটি নতুন ফিচার ফোনও। সেক্ষেত্রে এবার, তিনটি নতুন ট্যাবলেট (Tablet) চালু করে নিজের প্রোডাক্ট পোর্টফোলিওটি আরো খানিকটা প্রসারিত করল নয়ডা ভিত্তিক সংস্থাটি। Lava আজ Lava Magnum XL, Lava Aura এবং Lava Ivory নামে তিনটি নতুন ট্যাবলেট ডিভাইস এনেছে যাতে ভিন্ন ভিন্ন স্ক্রিন টাইপ দেখা যাবে। আসুন এই নতুন Lava ট্যাবলেটগুলির স্পেসিফিকেশন এবং লভ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই।

Lava ট্যাবলেটগুলির স্পেসিফিকেশন

প্রথমে বলে রাখি, Lava Magnum XL ট্যাবলেটটিতে ১০.১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন ব্রাইটনেস ৩৯০ নিট। পাওয়ারের জন্য এতে ৬,১০০ এমএএইচ ব্যাটারি উপলব্ধ। সাথে আছে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ যা এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া Magnum XL-এ ২ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসরও ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এটি কেবল ডার্ক গ্রে কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

অন্যদিকে Lava Aura-তে থাকছে ৮ ইঞ্চির ডিসপ্লে। এটিও ২ গিগাহার্টজ মিডিয়াটেক কোয়াড-কোর চিপসেট দ্বারা চালিত হবে, তবে এতে ৫,১০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এছাড়াও ট্যাবলেটটিতে ৩২ জিবি স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। থাকবে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও।

আবার Lava Ivory মডেলটিতে ৭ ইঞ্চি স্ক্রিন এবং টেক্সচারযুক্ত হেয়ারব্রাশ ব্যাক ফিনিস দেখা যাবে। এক্ষেত্রে ডিভাইসটিতে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে যা এক্সটার্নাল কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত প্রসারিত করা যাবে। এই ট্যাবলেটে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

Lava ট্যাবলেটগুলির দাম এবং প্রাপ্যতা

ভারতে Lava Ivory-এর দাম ধার্য করা হয়েছে মাত্র ৯,৪৯৯ টাকা। আবার Lava Aura নামক ট্যাবলেটটি কিনতে গেলে ক্রেতাদের ১২,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। অন্যদিকে, Lava Magnum XL ডিভাইসটি ১৫,৪৯৯ টাকায় বিক্রি হবে বলে জানা গিয়েছে। এই তিনটি ট্যাবলেটই আজ থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এর মাধ্যমে কেনা যাবে।

প্রসঙ্গত, Lava এই ট্যাবলেটগুলি কেনার সময় শিক্ষার্থীদের বিনামূল্যে বিশেষ কোর্স দেওয়ার উদ্দেশ্যে EduSaksham-এর সাথে হাত মিলিয়েছে;
এর ফলে ট্যাবলেটগুলি কেনার পর ক্রেতার বাড়ির খুদে পড়ুয়া ১,৭৯৯ টাকা থেকে শুরু করে ১৫,০০০ টাকা পর্যন্ত মূল্যের বিজ্ঞানভিত্তিক অনলাইন কোর্সগুলি নিখরচায় অ্যাক্সেস করতে পারবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন