iQOO-র ভারতীয় ইউজারদের জন্য সুখবর, সবাই পাবেন Android 12 আপডেট, কবে দেখে নিন

গত বছরের প্রথমদিকে ভারতের স্মার্টফোনের জগতে আত্মপ্রকাশ করেছিল iQOO। তখন থেকে Vivo-র এই সাব ব্রান্ড এখানে মোট পাঁচটি স্মার্টফোন লঞ্চ করেছে। গতকাল সমস্ত ব্যবহারকারীদের দিওয়ালির আগাম উপহার হিসেবে সংস্থাটি জানিয়েছে, ভারতে iQOO কর্তৃক রিলিজ করা প্রতিটি ফোন Android 12 আপডেটের যোগ্য। এমনকি বিটা আপডেট কখন রোলআউট হবে, তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।

iQOO-র দ্বারা প্রকাশিত টাইমলাইন অনুযায়ী, চলতি বছরে লঞ্চ হওয়া কোম্পানির প্রতিটি ফোন ডিসেম্বর থেকে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সনের বিটা আপডেট পাবে। অন্য দিকে, গত বছর আত্মপ্রকাশ করা iQOO 3 বিটা আপডেট পাবে ২০২২-এর মার্চের শেষলগ্ন থেকে।

ভারতে iQOO–র Android 12 বিটা আপডেট টাইনলাইম

২০২১-এর ডিসেম্বর থেকে

iQOO 7 Legend

iQOO 7

iQOO Z5

iQOO Z3

২০২২-এর মার্চ থেকে

iQOO 3

উল্লেখ্য, উক্ত সময়ের মধ্যে বিটা আপডেট পৌঁছনো সম্ভব হলে ২০২২-এর প্রথম ত্রৈমাসিকের মধ্যে Android 12-এর স্টেবেল ভার্সন রোলআউট করা হবে বলে আশা করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন