Dell XPS 15, XPS 17 ল্যাপটপ এল লেটেস্ট ১২তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসরের সাথে

আমেরিকা ভিত্তিক টেক ব্র্যান্ড Dell, সম্প্রতি XPS 15 এবং XPS 17 ল্যাপটপ-দ্বয়কে ১২তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসরের সাথে আপগ্রেড করে নিয়ে এলো দেশীয় বাজারে। নবাগত, Dell XPS 15 (9520) এবং XPS 17 (9720) উভয় মডেলেই ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৯ প্রসেসর এবং ৬৪ জিবি পর্যন্ত র‍্যাম উপলব্ধ৷ একই সাথে, এই নয়া ল্যাপটপ দুটির ফিচার-তালিকায় অপশনাল টাচস্ক্রিন এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডও সামিল রয়েছে। এক্ষেত্রে, সিরিজ অন্তর্গত Dell XPS 17 (9720) ল্যাপটপে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স৩০৬০ পর্যন্ত গ্রাফিক্স ভার্সন সাপোর্ট করে। এই আপডেটগুলি ছাড়া, উভয় Dell XPS 15 (9520) এবং XPS 17 (9720) মডেলের অন্যান্য স্পেসিফিকেশন পূর্বসূরীর অনুরূপ থাকছে।

Dell XPS 15 (9520), XPS 17 (9720) দাম

ডেল এক্সপিএস ১৫ (৯৫২০) ল্যাপটপের দাম ১,৪৪৯ ডলার বা ভারতীয় মূল্যে প্রায় ১,১০,৪০০ টাকা থেকে শুরু হচ্ছে। অন্যদিকে, ডেল এক্সপিএস ১৭ (৯৭২০) ল্যাপটপের প্রারম্ভিক মূল্য ১,৮৪৯ ডলার বা প্রায় ১,৪০,৯০০ টাকা। বর্তমানে এই নতুন ডেল এক্সপিএস মডেলগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে কেনার জন্য উপলব্ধ। তবে, ভারত সহ গ্লোবাল মার্কেটে কতদিনে ল্যাপটপগুলিকে নিয়ে আসা হবে তা এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, ২০২০ সালে লঞ্চ হওয়া, Dell XPS 15 (9510) এবং XPS 17 (9710) ল্যাপটপকে যথাক্রমে ১,৪৪,৮০৭ টাকা এবং ১,৮৬,০৭২ টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ করা হয়েছিল ভারতে।

Dell XPS 15 (9520) স্পেসিফিকেশন

উইন্ডোজ ১১ (উইন্ডোজ ১১ প্রো পর্যন্ত আপগ্রেডেবল) চালিত ডেল এক্সপিএস ১৫ ল্যাপটপে দেওয়া হয়েছে একটি ১৫.৬ ইঞ্চির আল্ট্রা এইচডি প্লাস (৩,৮৪০x২,৪০০) রেজোলিউশন পর্যন্ত ইনফিনিটিএজ ডিসপ্লে, যা অপশনাল টাচ সাপোর্ট সহ এসেছে। যদিও, ল্যাপটপের বেস ভ্যারিয়েন্টটি ফুল এইচডি প্লাস নন-টাচ ডিসপ্লের সাথে উপলব্ধ। নবাগত এই এক্সপিএস ল্যাপটপে ৪ জিবি ডেডিকেটেড মেমোরি সহ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ টিআই পর্যন্ত গ্রাফিক্স এবং ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে, ৪,৮০০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেটের ২x৩২ জিবি DDR5 র‍্যাম এবং ২ টেরাবাইট পর্যন্ত PCIe NVMe SSD অফার করা হবে। তবে ডিভাইসের মেমোরি ক্যাপাসিটি বাড়ানোর জন্য এসডি কার্ড স্লট বর্তমান থাকছে।

অন্যান্য ফিচারের কথা বললে, XPS 15 (9520) ল্যাপটপে সিকিউরিটি ফিচার হিসাবে ফিঙ্গারপ্রিন্ট রিডার আছে। এছাড়া, একটি ব্যাকলিট কীবোর্ড পাওয়া যাবে। অডিও ফ্রন্টের ক্ষেত্রে, ২.৫ওয়াট স্টেরিও স্পিকার, স্টেরিও টুইটার এবং ডুয়াল-অ্যারে মাইক্রোফোন রয়েছে ল্যাপটপে।

কানেক্টিভিটির জন্য, এই ল্যাপটপে, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-সি পোর্ট সহ ডিসপ্লেপোর্ট ও পাওয়ার ডেলিভারি, দুটি থান্ডারবোল্ট ৪ পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন/ মাইক্রোফোন কম্বো জ্যাক উপস্থিত। ল্যাপটপটি একটি ছয় সেলের ৮৬Whr ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে। XPS 15 (9520) -এর পরিমাপ ৩৪৪.৪০x২৩০.১০x১৮.৫৪ মিমি এবং নূন্যতম ওজন ১.৮৪ কেজি।

Dell XPS 17 (9720) স্পেসিফিকেশন

ডেল এক্সপিএস ১৭ (৯৭২০) ল্যাপটপে আছে একটি ১৭ ইঞ্চির আল্ট্রা এইচডি প্লাস (৩,৮৪০x২,৪০০ পিক্সেল) রেজোলিউশন পর্যন্ত ইনফিনিটিএজ ডিসপ্লে। এটি ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৯ প্রসেসর ভার্সন সহ এসেছে। আর, ডেল বর্তমানে তাদের এই ল্যাপটপকে ইন্টেল ইউএইচডি, আইরিশ এক্সই এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ গ্রাফিক্সের সাথে বিক্রি করছে। এদিকে দ্য ভার্জ এর একটি রিপোর্ট অনুসারে, এই মডেলকে পরের মাসে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৬০ গ্রাফিক্স বিকল্পেও উপলব্ধ করা হবে। তদুপরি, ডেল এক্সপিএস ১৭ ল্যাপটপের অপারেটিং সিস্টেম এবং র‍্যাম ক্যাপাসিটি পূর্ববর্তী মডেলের ন্যায় এক সমান।

অন্যান্য ফিচারের কথা বললে, এই ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং একটি ব্যাকলিট কীবোর্ড রয়েছে। এছাড়াও, ২ওয়াট স্টেরিও স্পিকার, ২.৫ওয়াট স্টেরিও টুইটার এবং ডুয়াল-অ্যারে মাইক্রোফোন পাওয়া যাবে। উক্ত ডেল ল্যাপটপের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, চারটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, একটি ইডিপি (eDP) পোর্ট এবং একটি ইউনিভার্সাল অডিও জ্যাক। পাওয়ার ব্যাকআপের জন্য Dell XPS 17 (9720) -তে ছয় সেলের ৯৭Whr ব্যাটারি ক্যাপাসিটির ব্যাটারি আছে। এটির পরিমাপ ৩৭৪.৪৮x২৪৮.০৮x১৩.১৫ মিমি এবং নূন্যতম ওজন ২.১৭ কেজি।