এক চার্জে চলবে ১২৫ কিমি, বাজারে এল ইলেকট্রিক কার্গো থ্রি-হুইলার Mahindra Treo Zor

Mahindra Electrick বাজারে নতুন ইলেকট্রিক কার্গো থ্রি-হুইলার Treo Zor লঞ্চ করার মাধ্যমে কমার্শিয়াল ভেইকেল সেগমেন্টে তার প্রোডাক্ট পোর্টফোলিও আরো প্রসারিত করলো। ডিসেম্বর মাস থেকে Treo Zor, Pickup, Delivery Van এবং Flatbed ভ্যারিয়েন্টে মাহিন্দ্রার ছোট বাণিজ্যিক যানবাহনের ডিলারশিপে উপলব্ধ হবে। এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ২.৭৩ লক্ষ টাকা । Treo Zor ৩ বছর/৮০,০০০ কিমির স্টান্ডার্ড ওয়্যারেন্টির সাথে আসবে।

বাকি ডিজেল কার্গো থ্রি-হুইলারের সাথে তুলনা করলে Treo Zor-এর মালিক বছরে ৬০,০০০ টাকার বেশী সাশ্রয় করতে পারবেন। কারণ জ্বালানির দিক থেকেও যেমন ২.১ টাকা/কিমি সাশ্রয় করা যাবে তেমনি রক্ষণাবেক্ষণ খরচ পড়বে প্রতি কিমিতে মাত্র ৪০ পয়সা। অন্যান্য কার্গো থ্রি-হুইলারের তুলনায় Mahindra Treo Zor-এ আরো বড়ো আকারের হুইলবেস (২২১৬ মিমি) এবং টায়ার (৩০.৪৮ সেমি) থাকছে। সেইসঙ্গে Treo Zor কার্গো থ্রি-হুইলারে পাওয়া যাবে বেস্ট ইন ক্লাস ৬৭৫ মিমি ট্রে-লোডিং হাইট এবং ৫৫০ কেজি পে-লোড নেওয়ার ক্যাপাসিটি (Pickup – ৫৫০ কেজি, Delivery Van- ৫০০ কেজি , Flatbed- ৫৭৮ কেজি।

Treo Zor কার্গো থ্রি-হুইলারে রয়েছে IP67 রেটিংযুক্ত ইলেকট্রিক। যার পাওয়ার এবং টর্ক আউটপুট ১০.৭ এইচপি এবং ৪২ এনএম। গাড়ির ৪৮ ভোল্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি একবার চার্জ দিয়ে নিলে এর ড্রাইভিং রেঞ্জ প্রায় ১২৫ কিমি। মাহিন্দ্রার দাবি অনুযায়ি, গাড়ির ব্যাটারি লাইফ ১.৫০ লক্ষ কিমিরও। ব্যাটারিটি ১৫ আম্পিয়ার সকেটে চার্জ দেওয়া। সম্পূর্ণ চার্জ হতে এটি ৪ ঘন্টার আশেপাশে সময় নেবে। গাড়ির টপ স্পীড ৫০ কিমি।

Mahinda Treo Zor-এর উল্লেখযোগ্য ফিচারর মধ্যে আছে জিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, জিপিএসের সাথে টেলিম্যাটিক্স ইউনিট, FNR (Forward, Neutral, Reverse) রাইডিং মোড, ইকোনমি ও বুস্ট মোড, রিজেনারেটিভ ব্রেকিং, লকযোগ্য গ্লোভ বক্স, হ্যাজার্ড ইন্ডিকেটর, রিভার্স বুজার (Reverse Buzzer)।