অল-রাউন্ড ফাস্টচার্জ প্রযুক্তি নিয়ে Infinix Note 30 সিরিজ লঞ্চ হবে এ মাসে, থাকবে ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা

ইনফিনিক্স (Infinix)-এর Note 30 সিরিজকে নিয়ে গত মাস থেকেই প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়েছে। এই লাইনআপে Infinix Note 30 5G, Note 30 Pro, Note 30 VIP এবং Note 30i সহ একাধিক মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। আর এখন সূত্র মারফত জানা গেছে যে, ব্র্যান্ডটি চলতি মাসেই Note 30 সিরিজটি উন্মোচন করবে। তবে এই লাইনআপের অধীনে মোট কটি মডেল বাজারে পা রাখবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তাহলে আসুন এই Infinix Note 30 সিরিজ সম্পর্কে ঠিক কি কি তথ্য প্রকাশ হল জেনে নেওয়া যাক।

Infinix Note 30 সিরিজ শীঘ্রই পা রাখতে পারে বাজারে

জিএসএমএরিনার রিপোর্টে বলা হয়েছে যে, ইনফিনিক্স নোট ৩০ সিরিজ গত মার্চ মাসে লঞ্চ হওয়া কোম্পানির অল-রাউন্ড ফাস্টচার্জ প্রযুক্তিটি সাপোর্ট করবে যা আশ্চর্যজনকভাবে ২৬০ ওয়াট পর্যন্ত ওয়্যার্ড চার্জিং গতি এবং সর্বোচ্চ ১১০ ওয়াট ওয়্যারলেস চার্জিং স্পিড অফার করে। এছাড়াও, এই প্রযুক্তিতে বাইপাস চার্জিং ও রিভার্স চার্জিংয়ের মতো ফিচার রয়েছে এবং এটি ইউএসবি পাওয়ার ডেলিভারি ৩.০-এর মতো প্রোটোকলগুলির সাথেও কমপ্যাটিবল।

তবে উল্লেখ করা হয়েছে যে, ইনফিনিক্স নোট ৩০ সিরিজের মিড-রেঞ্জ ফোনগুলি অল-রাউন্ড ফাস্টচার্জ প্রযুক্তির সর্বোচ্চ ফাস্ট চার্জিং গতি সাপোর্ট করবে না। তবে ব্র্যান্ডটি র‍্যাপিড ওয়্যারলেস চার্জিং লঞ্চ করবে। ইনফিনিক্স আন্তর্জাতিক বাজারে নোট ৩০ লাইনআপের স্মার্টফোনগুলির দাম ৩০০ ডলার (প্রায় ২৪,৭০০ টাকা)-এর নীচে রাখবে বলেই আশা করা হচ্ছে।

এছাড়া, অতীতের রিপোর্ট অনুযায়ী, Infinix Note 30 এবং Note 30 Pro, Note 30 5G এবং Note 30 VIP যথাক্রমে Helio G99, Dimensity 810 এবং Dimensity 1200 চিপসেট দ্বারা চালিত হবে। চারটি স্মার্টফোনের সামনেই একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ডিসপ্লে এবং ব্যাক প্যানেলে একটি বর্গাকার রিয়ার ক্যামেরা মডিউল থাকবে, যেটি তিনটি সেন্সর দ্বারা গঠিত হবে।