16 জিবি র‍্যামের সঙ্গে 1TB স্টোরেজ, ফোনের স্পেস বাড়াতে নতুন উদ্যোগ নিল iQOO

আইকো গত মে মাসে চীনে iQOO Neo 8 নামে একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করেছিল। এটি প্রাথমিকভাবে সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ এসেছিল। এত স্টোরেজ অধিকাংশ ব্যবহারকারীদের জন্য পর্যাপ্ত হলেও, কিছু ইউজারের আরও বেশি স্পেসের প্রয়োজন হয়। আর সেই কথা মাথায় রেখে, ভিভো (Vivo)-অধীনস্থ ব্র্যান্ডটি চীনে iQOO Neo 8-এর নতুন ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ ভার্সন লঞ্চ করেছে। আসুন এই নয়া ভ্যারিয়েন্টটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iQOO Neo 8-এর নতুন স্টোরেজ অপশন লঞ্চ হল

আইকো চীনে ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ সহ আইকো নিও ৮ লঞ্চ করেছে। নতুন সংস্করণটির দাম ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪২,০৫০ টাকা)। জানিয়ে রাখি, হ্যান্ডসেটের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৮,৪১০ টাকা), যেখানে ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২,৫৯৯ ইউয়ান (প্রায় ২৯,৫৫০ টাকা)। এছাড়াও, একটি ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণ রয়েছে, যার দাম ৩,০৯৯ ইউয়ান (প্রায় ৩৫,২৩০ টাকা)।

iQOO Neo 8-এর স্পেসিফিকেশন

আইকো নিও ৮ স্লিম ফর্ম ফ্যাক্টর, আয়তক্ষেত্রাকার রিয়ার ক্যামেরা মডিউল এবং কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট যুক্ত ডিসপ্লে সহ এসেছে। এতে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) স্ক্রিন রয়েছে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করে৷ এটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস, এইচডিআর১০ সাপোর্ট এবং ভিভোর ভি১প্লাস ইমেজ চিপও অফার করে।

ফটোগ্রাফির জন্য, iQOO Neo 8-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা অবস্থান করছে। iQOO Neo 8 ফোনটি Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত, যা ভিসি লিকুইড কুলিং হিট ডিসিপেশন সিস্টেমের সাথে যুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 8 বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস ৩ (OriginOS 3) কাস্টম স্কিনে রান করে।