Realme GT Neo 3 নজরকাড়া ফিচার সহ এবার ভারতে লঞ্চ হচ্ছে, পেয়ে গেল BIS এর ছাড়পত্র

সম্প্রতি স্মার্টফোন নির্মাতা রিয়েলমি চীনের বাজারে লঞ্চ করেছে তাদের ব্র্যান্ড-নিউ Realme GT Neo 3 ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি। এই ফোনটি MediaTek Dimensity 8100 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও সর্বাধিক ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। তবে এই হ্যান্ডসেটটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটি হল, এর ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। চীনে লঞ্চ হওয়ার পরই জল্পনা শুরু হয়েছে এই দ্রুততম চার্জিং স্পিডের হ্যান্ডসেটটি শীঘ্রই বিশ্বের অন্যান্য মার্কেটগুলিতেও আত্মপ্রকাশ করবে। আর এখন Realme GT Neo 3 ফোনটিকে দেখতে পাওয়া গেল ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)- এর সার্টিফিকেশন সাইটে, যা থেকে আন্দাজ করা যায় ডিভাইসটি শীঘ্রই ভারতের বাজারেও লঞ্চ হতে চলেছে।

Realme GT Neo 3 অনুমোদন লাভ করল BIS সার্টিফিকেশন সাইট থেকে

টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, রিয়েলমি জিটি নিও ৩ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশনের উভয় ধাপই পার করেছে। এটি ইঙ্গিত দেয় যে এই রিয়েলমি স্মার্টফোনটি চলতি মাসের শেষের দিকে বা মে মাসের শুরুতে এদেশের বাজারে লঞ্চ হতে পারে।

প্রসঙ্গত, একটি সাম্প্রতিক রিপোর্ট প্রকাশ করেছে যে, রিয়েলমি জিটি নিও ৩ ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ হতে পারে। তবে সম্ভাবনা রয়েছে, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি ভারতের বাজারে নাও পাওয়া যেতে পারে। এছাড়া, এই ডিভাইসটি নাইট্রো ব্লু, অ্যাসফল্ট ব্ল্যাক এবং স্প্রিন্ট হোয়াইটের মতো কালারে বেছে নেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে, ভারতে রিয়েলমি জিটি নিও ৩- এর দামের বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি। তবে ভারতে এটির দাম সম্ভবত ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে৷

রিয়েলমি জিটি নিও ৩- এর স্পেসিফিকেশন (Realme GT Neo 3 Specifications)

গত মাসে চীনে লঞ্চ হওয়া রিয়েলমি জিটি নিও ৩-এ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল রয়েছে, যা ফুল এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি ডাইমেনসিটি ৮১০০ চিপসেট দ্বারা চালিত। এতে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Realme GT Neo 3 ফোনের ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা উপস্থিত রয়েছে। সেলফির তোলার জন্য, ফোনটির সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Realme GT Neo 3 ফোনটির দুটি ব্যাটারি ও চার্জিং ভ্যারিয়েন্ট উপলব্ধ। এর মধ্যে একটিতে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আর ওপর সংস্করণে পাওয়া যাবে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। নিরাপত্তার জন্য, GT Neo 3-এ একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) ইউজার ইন্টারফেসে রান করে।