Realme Book Prime ল্যাপটপ এপ্রিলে লঞ্চ হতে পারে, কী ফিচার থাকবে দেখুন

জল্পনা চলছিল চীনে লঞ্চ হওয়া Realme Book Enhanced Edition (রিয়েলমিবুক এনহ্যান্সড এডিশন) খুব তাড়াতাড়ি Realme Book Prime (রিয়েলমিবুক প্রাইম) নামে ভারতে এবং বিশ্বের অন্যান্য বাজারে লঞ্চ করবে। এখন, এই চর্চায় নতুন পরত যুক্ত হল বলে মনে হচ্ছে। সোজা ভাষায় বললে, যারা একটি নতুন ল্যাপটপ কেনার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য শীঘ্রই বাজারে একটি নতুন সংযোজন হতে পারে। কারণ সম্প্রতি ফাঁস হয়েছে যে, Realme Book Prime ল্যাপটপটি এই বছর এপ্রিলের শেষে আত্মপ্রকাশ করবে।

ইউরোপীয় বাজারে শুরু Realme Book Prime-এর টেস্টিং

জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা এবং প্রযুক্তি ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইস (Mysmartprice) ইতিমধ্যে প্রকাশ করেছেন যে, চীনা সংস্থাটি ইউরোপীয় বাজারে নতুন রিয়েলমিবুক প্রাইম ল্যাপটপের পরীক্ষা শুরু করেছে। সেক্ষেত্রে রিয়েলমি বুক এনহ্যান্সড এডিশনের রিব্র্যান্ডিং সংস্করণটি শীঘ্রই বাজারে আসবে বলে ধরে নেওয়া যায়।

আসন্ন Realme Book Prime-এর প্রত্যাশিত স্পেসিফিকেশন

বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে বলা যায়, আসন্ন রিয়েলমিবুক প্রাইম ল্যাপটপটিতে ৩:২ অনুপাত, ৪০০ নিট ১৪ ইঞ্চি 2K ফুল ভিশন ডিসপ্লে থাকবে। এছাড়া এটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫৪ ওয়াট আওয়ার ব্যাটারি অফার করবে বলে আশা করা যায়। আবার কানেক্টিভিটির ক্ষেত্রে ডিভাইসটিতে থান্ডারবোল্ট ৪, ইউএসবি টাইপ-সি ৩.২ জেন ২, ইউএসবি টাইপ-এ ৩.১ জেন১ এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক দেখা যেতে পারে। এদিকে বলা হচ্ছে, ল্যাপটপটি ১১তম প্রজন্মের Intel Core i5-11320H উইলো কোভ আর্কিটেকচার প্রসেসর (১০ এনএম সুপারফিন প্রক্রিয়ায় নির্মিত) দ্বারা চালিত হবে। এই প্রসেসর ৩.২ গিগাহার্টজ বেস টার্বো ফ্রিকোয়েন্সি এবং ৪.৫ গিগাহার্টজ পর্যন্ত হাই কোর ফ্রিকোয়েন্সিসহ চারটি কোর এবং আটটি থ্রেড বহন করবে।

এছাড়াও এতে ১৬ জিবি LPDDR4x ডুয়াল-চ্যানেল র‌্যাম এবং ৫১২ জিবি PCIe SSD স্টোরেজ থাকতে পারে। অন্যদিকে বিদ্যমান Realme Book Slim-এর তুলনায়, আসন্ন ডিভাইসটিতে সম্ভবত উচ্চতর থার্মাল ডিজাইন পাওয়ার এবং আরও ভাল কুলিং সিস্টেমের জন্য একটি ডুয়াল কুলিং ফ্যান দেওয়া হবে। তবে রিয়েলমি বুক প্রাইমের আকর্ষণীয় বিষয় হবে ডিটিএস অডিও প্রযুক্তি দ্বারা টিউন করা হারমান স্পিকার। যেখানে ক্রেতারা এইচডি কল করার জন্য একটি 720p ওয়েবক্যাম পেতে পারেন। সাথে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।