Royal Enfield Hunter এর আগমনে লড়াই হবে তীব্র, তার আগে CB350 Brigade লঞ্চ করে খেলা ঘুরিয়ে দিতে পারে Honda

সামনের মাস অর্থাৎ আগস্টে ভারতের বাজারে আসতে চলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম টু-হুইলার সংস্থা হোন্ডা (Honda)-র মোটরসাইকেল বা স্কুটার। ৮ আগস্ট লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হলেও, কোন মডেল বাজারে হাজির হবে তা এখনও নিশ্চিত করেনি তারা। সম্ভাব্য লঞ্চের তালিকায় ৩০০-৪০০ সিসি সেগমেন্টের বেশ কয়েকটি মডেলকে অনুমান করা হচ্ছে। তবে যেই মডেলই লঞ্চ হোক না কেন, সেটি সংস্থার প্রিমিয়াম শোরুম বিগ উইং (Big Wing)-এর মারফত বিক্রি করা হবে। এবারে সন্দেহের তালিকায় রয়েছে Honda CB350 Brigade। কারণ রিপোর্ট বলছে, তারা এই নাম ভারতে রেজিস্টার করেছে। যা বাইকটির লঞ্চের জল্পনা কয়েকগুণ বাড়িয়ে তুলেছে।

হালে হোন্ডা, CB350-এর পোর্টফলিও লম্বা চওড়া করতে মনোনিবেশ করেছে। সেদিক থেকে দেখতে গেলে CB350 Brigade-এর লঞ্চের সম্ভাবনা প্রবল। আবার সামনের মাসেই রয়্যাল এনফিল্ড (Royal Enfield) তাদের সবচেয়ে সস্তার বাইক বলে জল্পনায় থাকা Hunter 350 লঞ্চের জন্য প্রস্তুতি পর্ব সেরে রেখেছে। কাজেই এর সাথে টক্কর চালাতেও CB350 Brigade বাইকটি হাজির করতে পারে হোন্ডা। সবমিলিয়ে এর লঞ্চের সম্ভাবনার পাল্লা ক্রমশই ভারী হচ্ছে।

আবার ‘Brigade’ নামের সাথে সেনাবাহিনীর যোগসূত্র রয়েছে। Brigade-এর সাথে টিজারে দেখানো ‘Formidable’ শব্দ, যার অর্থ ‘দুর্দান্ত’। ফলে এ বছর ১৫ আগস্ট ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে CB350 Brigade-এর লঞ্চের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই দেশকে শ্রদ্ধা জানাতে বা একটি হাজির করতে পারে হোন্ডা। আমাদের অনুমান মোটরসাইকেলটি নতুন চারুকলা ও অতিরিক্ত ফিচার সহ হাজির হবে। সাথে দামের অঙ্কেও বাড়বাড়ন্ত নজরে পড়তে পারে।

প্রসঙ্গত, লঞ্চের সম্ভাব্য তালিকার ওপর দুই মডেল হল Honda CRF300LFORZA 350। প্রথমটি একটি ডুয়েল স্পোর্ট অ্যাডভেঞ্চার বাইক এবং দ্বিতীয়টি হল একটি ম্যাক্সি স্কুটার। প্রথমটির ৩০০ সিসি ইঞ্জিন থেকে ২৭.৩ পিএস শক্তি এবং ২৬.৬ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সাথে থাকছে ৬-স্পিড গিয়ার বক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। অন্যদিকে Honda FORZA 350-র আন্তর্জাতিক মডেলে রয়েছে একটি ৩২৯.৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে ২৯.২ পিএস পাওয়ার এবং ৩১ এমএম টর্ক পাওয়া যায়।