OnePlus Nord N20 5G সস্তায় 64 মেগাপিক্সেল ক্যামেরা ও Snapdragon 695 প্রসেসর সহ লঞ্চ হল

স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস উত্তর আমেরিকার মার্কেটে লঞ্চ করলো তাদের নতুন OnePlus Nord N20 5G স্মার্টফোনটি। ডিভাইসটি গত বছর লঞ্চ হওয়া OnePlus Nord N10 5G-এর আপগ্রেডেড ভার্সন হিসেবে বাজারে আত্মপ্রকাশ করেছে। এই ডিভাইসটি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 695 চিপসেট সহ এসেছে। আবার এতে ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং ফাস্ট চার্জিং সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে৷ আসুন OnePlus Nord N20 5G-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ওয়ানপ্লাস নর্ড এন২০ ৫জি মূল্য এবং লভ্যতা (OnePlus Nord N20 5G Price and Availability)

ওয়ানপ্লাস নর্ড এন২০ ৫জি ফোনটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই ডিজাইন করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে ২৮২ ডলার (প্রায় ২১,৫৫০ টাকা)। এই ওয়ানপ্লাস ডিভাইসটি আগামী ২৮ এপ্রিল থেকে টি-মোবাইল (T-Mobile) এবং মেট্রো (Metro)-এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে। এছাড়াও, হ্যান্ডসেটটি অ্যামাজন, বেস্ট বাই এবং অন্যান্য রিটেইলারের থেকেও পাওয়া যাবে। ওয়ানপ্লাস নর্ড এন২০ ৫জি শুধুমাত্র ব্লু কালার অপশনে বাজারে এসেছে।

ওয়ানপ্লাস নর্ড এন২০ ৫জি- এর স্পেসিফিকেশন এবং ফিচার (OnePlus Nord N20 5G Specification and Features)

ওয়ানপ্লাস নর্ড এন২০ ৫জি-এ ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে আছে। ডিসপ্লের ওপরের-বাম কোণে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট দেখতে পাওয়া যাবে। এই হ্যান্ডসেটটি বক্সি ডিজাইনের সাথে এসেছে, তবে এতে অয়ন প্লাসের আইকনিক অ্যালার্ট স্লাইডারটি অনুপস্থিত রয়েছে৷ নিরাপত্তার জন্য ওয়ানপ্লাস নর্ড এন২০-এ একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। পারফরম্যান্সের জন্য, এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত। এতে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আবার অতিরিক্ত স্টোরেজের জন্য, এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট উপস্থিত।

ফটোগ্রাফির জন্য, OnePlus Nord N20-এর ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট অবস্থান করছে। এই সেটআপের মধ্যে প্রাইমারি ক্যামেরার সাথে সহায়তার জন্য একটি ২ মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত রয়েছে। আবার ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord N20-এ একটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অক্সিজেন ওএস ১১ কাস্টম স্কিনে রান করে৷ এই ডিভাইসে উপলব্ধ অন্যান্য ফিচারগুলির মধ্যে রয়েছে ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং একটি ইউএসবি-সি পোর্ট৷