Electric Cycle: এক চার্জে 60 কিমি, ফোনের থেকেও সস্তা তাক লাগানো ই-সাইকেল হাজির বাজারে

পরিবেশ দূষণকে জব্দ করার মোক্ষম কৌশল হচ্ছে বিকল্প জ্বালানির যানবাহনের ব্যবহার। এক্ষেত্রে ব্যাটারি চালিত মডেলের কদর সবচাইতে বেশি। তবে পরিবেশ বান্ধব টু-হুইলারের মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে বাই সাইকেল। এতে লাগে না কোনো জ্বালানি। ঘাম ঝড়াতে চাইলেও এগুলির জুড়ি মেলা ভার। তবে এই সাইকেলে যদি ব্যাটারি যুক্ত হয়, তবে তো কোন কথাই নেই। নিজের কায়িক শ্রম আর ব্যাটারির উপর নির্ভর করে দূর দূরান্ত আপন ইচ্ছায় ঘুরে বেড়ানো যায়। ব্যাটারিতে চললে খরচ পড়ে সামান্য, যা চালকেই গায়েই লাগে না। এবার এমনই একজোড়া ইলেকট্রিক বাইসাইকেলের আনুষ্ঠানিক লঞ্চ করল ভার্টাস মোটরস (Virtus Motors)। নাম – Alpha A ও Alpha I। সংস্থার সপ্তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই লঞ্চ বলে জানা গেছে।

Alpha A ও Alpha I – গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য

দামের দিক থেকে Alpha A ও Alpha I একটি প্রথাগত ও ইলেকট্রিক সাইকেলের মধ্যেকার ফারাক ঘোচাবে বলে দাবি সংস্থার। ক্রেতাদের পকেটে যাতে টান না ধরে, সেদিকে লক্ষ্য রেখেই এগুলি আনা হয়েছে। উভয় মডেলে ৮.০ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার একটি ফিক্সড ব্যাটারি বর্তমান। এগুলি দীর্ঘদিন একনাগাড়ে টিকে থাকবে বলে দাবি করা হয়েছে।

ই-বাইসাইকেল দুটির মসৃণ রাইডিং নিশ্চিত করতে সামনে সাসপেনশন এবং ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। এগুলির সিঙ্গেল স্পিড ডিজাইন যেকোনো ধরনের রাস্তাতে চলতে সাবলীলতা দেবে। Alpha A ও Alpha I-তে ব্যবহারকারীর উপযোগী ফিচার দেওয়া হয়েছে। যেমন পেডাল অ্যাসিস্ট ও থ্রটেল। ফলে ব্যবহারকারী নিজের শ্রম অথবা ব্যাটারি যে কোনো সময় চালানোর শক্তি পাল্টাতে পারবেন। রয়েছে এক ইঞ্চি এলসিডি স্ক্রিন, যা থ্রটেল গ্রিপের সাথে সংযুক্ত। এখানে রিয়েল টাইম তথ্য ভেসে উঠবে, যা রাইডিংয়ের অভিজ্ঞতা সুন্দর করবে।

চলুন, 2023 Alpha A ও Alpha l-এর ফিচার্স এক নজরে ঝালিয়ে নেওয়া যাক :

  • আর্গোনমিক সিট
  • ফ্রন্ট সাসপেনশন
  • রাবার গ্রিপ হ্যান্ডেল
  • ২৫০ ওয়াট হাব মোটর
  • ৩৬ ভোল্ট ৮ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি
  • পেডাল অ্যাসিস্ট
  • ১ ইঞ্চি এলসিডি স্ক্রিন
  • ব্যাটারি লেভেল, ওডোমিটার, স্পিডোমিটার
  • ব্রেক সেন্সর
  • ইনবিল্ট ব্যাটারি সমেত কাস্টম এমটিবি ফ্রেম
  • ১৪ ইঞ্চি ফ্রেম সাইজ
  • স্টিল ফ্রেম
  • ২৬×১.৯৫ ইঞ্চি টায়ার সাইজ
  • ৩৬ স্পোক ডবল ওয়াল রিম
  • টিউব টায়ার
  • ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক
  • মাত্র ২০ কেজি ওজন
  • থ্রটেল – ৩০ কিলোমিটার
  • পেডাল অ্যাসিস্ট – ৬০ কিলোমিটার
  • সর্বোচ্চ গতিবেগ – ২৫ কিলোমিটার/ঘন্টা

Alpha A ও Alpha I-এর দাম ও লভ্যতা

বাইসাইকেল দুটির প্রারম্ভিক মূল্য ২৪,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। তবে প্রথম ৫০ জন ক্রেতার হাতে ১৫,৯৯৯ টাকায় এগুলি বিক্রি করা হবে। পরবর্তী ১০০ জন ক্রেতা ১৭,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এরপর স্পেশাল ডিসকাউন্ট পিরিয়ড চলা পর্যন্ত সমস্ত ক্রেতার হাতে ১৯,৯৯৯ টাকায় বৈদ্যুতিক সাইকেলের চাবি তুলে দেওয়া হবে। Alpha I গ্রে ও ব্লু কালার অপশনে বেছে নেওয়া যাবে। যেখানে Alpha A গ্রে ও গ্রীন কালারে কেনা যাবে। ভার্টাস মোটরস-এর ওয়েবসাইটে গিয়ে এখন কেনা যাচ্ছে।