Bajaj Pulsar 150 সিরিজের বাইক কিনবেন? দামে এসেছে পরিবর্তন

স্ট্রিট স্পোর্টস মোটরসাইকেল কেনার ক্ষেত্রে তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় Bajaj Pulsar (বাজাজ পালসার) সিরিজ একেবারে প্রথম দিকেই থাকে। তবে যারা Pulsar 150 রেঞ্জের বাইক কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য একটা দুঃসংবাদ। Pulsar 150 সিরিজের প্রত্যেকটি ভ্যারিয়েন্টের দাম বাড়ানোর ঘোষণা করেছে সংস্থাটি। মডেল অনুযায়ী সর্বোচ্চ দাম বৃদ্ধির পরিমাণ ২২৫৯ টাকা।

Bajaj Pulsar 150 সিরিজের দাম বাড়ল

বাজাজ পালসার ১৫০ নিওনের দাম ২,১৩১ টাকা বেড়ে এখন হয়েছে ৯৮,৯৯৯ টাকা। আগে যেখানে দাম ছিল ৯৬,৭৬৮ টাকা। পালসার ১৫০ সিঙ্গেল ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্ট আগের ১,০৩,৭২৫ টাকার পরিবর্তে বর্তমানে ১,০৫,৯৮৪ টাকায় পাওয়া যাবে। অর্থাৎ ২২৫৯ টাকা দাম বেড়েছে।

পালসার ১৫০ রেঞ্জের সবচেয়ে দামি মোটরসাইকেল পালসার ১৫০ টুইন ডিস্কের দাম ২,১৩১ টাকা বেড়ে হয়েছে ১,০৯,৭৫৪ টাকা। আগে এটি ১,০৭,৬২২ টাকা মূল্যে পাওয়া যেত। (প্রত্যেকটি দাম হায়দরাবাদের এক্স-শোরুমের)

উল্লেখ্য, দাম বাড়ানোর সাথে বাইকের বাহ্যিক বা অভ্যন্তরীণ আপগ্রেডের কোনো সম্পর্ক নেই। পালসার ১৫০ রেঞ্জের প্রত্যেকটি মডেলে ১৪৯.৫০ সিসি-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ৮,৫০০ আরপিএম গতিতে ১৩.৮ বিএইচপি পাওয়ার এবং ৬.৫০০ আরপিএম গতিতে ১৩.২৫ এমএম টর্ক দেয়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন