BMW, Mercedes-দের সঙ্গে সমানে টক্কর, 2021 এর সেরা পাঁচটি গাড়ির তালিকায় Tata, Mahindra

গাড়ির লঞ্চের বিষয়ে বলতে গেলে ২০২১ সালটি হল অতি উদ্দীপনায় ভরা একটি বছর। যদিও এই বছরই কোভিড-১৯ অতিমারির দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল এবং বিশ্বজুড়ে সেমিকনডাক্টর চিপের অপ্রতুলতা দেখা দিয়েছে। তা সত্ত্বেও এবছর ভারতের বাজারে বিভিন্ন সংস্থার একের পর এক এসইউভি, সেডান এবং হ্যাচব্যাক সেগমেন্টের চমকদার সব গাড়ি লঞ্চ হয়েছে। সেরকম ৫টি সেরা মডেলের গাড়ি নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Tata Punch

এ বছরের লঞ্চ হওয়া গাড়িগুলির মধ্যে আকর্ষণের বিশেষ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে Tata Punch। অন্যান্য মডেলের গাড়ির তুলনায় এবছর পাঞ্চের বুকিংয়ের সংখ্যাও সর্বাধিক বলে জানিয়েছে টাটা। মাইক্রো এসইউভি গাড়িটিতে রয়েছে ১.২ লিটার রিভট্রন পেট্রোল ইঞ্জিন, যা ৫-স্পিড ম্যানুয়াল অথবা অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্পে বেছে নেওয়া যায়। মডেল অনুযায়ী এর দাম ৫.৪৯-৯.০৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

BMW iX

BMW iX হল জার্মান সংস্থার লাক্সারি ইভি সেগমেন্টের নতুন গাড়ি। কয়েকদিন আগেই এটি ভারতের বাজারে লঞ্চ হয়েছে। প্রিমিয়াম গাড়িটির দাম ১.১৬ কোটি টাকা (এক্স-শোরুম)। বুকিংয়ের ঘোষণার দু’দিনের মধ্যেই এসইউভি গাড়িটির সবকটি মডেল বিক্রি হয়ে যায়। এতে রয়েছে ৭৬.৬ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্যাক, যা এর ইলেকট্রিক মোটরটিকে ২৪০ কিলোওয়াট বা ৩২২ বিএইচপি শক্তি এবং ৬৩০ এনএম টর্ক উৎপন্ন করতে সহায়তা করে।

Mercedes-Benz A 45 S AMG

চলতি বছরের নভেম্বরে ভারতে লঞ্চ হয়েছে গাড়িটি। এটি দেশের এখনো পর্যন্ত সর্বাধিক দ্রুততম হ্যাচব্যাক গাড়ি, যার দাম ৭৯.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ভারতে সংস্থার পোর্টফলিওতে এটি হল এ-ক্লাস পরিবারের ১২ তম এএমজি সদস্য। এর পাওয়ারফুল ২.০ লিটার ফোর সিলিন্ডার টার্বোচার্জড ইঞ্জিনটি থেকে ৪১৫ বিএইচপি শক্তি এবং ৫০০ এনএম টর্ক উৎপন্ন হয়। ২৭৮ কিমি/ঘন্টার সর্বোচ্চ গতিবেগের গাড়িটি ০-১০০ কিমি/ঘন্টার স্পিড তুলতে সময় নেয় মাত্র ৩.৯ সেকেন্ড।

Audi e-tron

এটি হল ভারতের প্রথম ইলেকট্রিক সুপারকার। সংস্থাটির এটি তৃতীয় বৈদ্যুতিক গাড়ি, যা ভারতে তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এটি আবার বিশ্বের ‘সবচেয়ে সুদর্শন গাড়ি’-র
তকমা পেয়েছে। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫০ কিমি। ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে এর সময় লাগে মাত্র ৩.৩ সেকেন্ড। ভারতে এর দাম শুরু ৯৯.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে।

Mahindra XUV700

এই গাড়িটি ভারতের বাজারে ব্লকবাস্টার হিসেবে আত্মপ্রকাশ করেছে। বুকিং শুরু হওয়ার ৫৭ মিনিটের মধ্যে ২৫,০০০ বুকিংয়ের রেকর্ড তৈরি করেছিল এটি। সংস্থার ফ্ল্যাগশিপ গাড়িটির দাম ১২.৪৯-২২.৮৯ লক্ষ টাকা। পেট্রোল এবং ডিজেল উভয় ইঞ্জিনের বিকল্পে এসেছে এটি। সাথে ম্যানুয়াল এবং অটোমেটিক উভয় ট্রান্সমিশনেই বেছে নেওয়া যাবে গাড়িটি।