Honda CB150X: হন্ডার সবচেয়ে ছোট অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক আত্মপ্রকাশ করল

ভারতে CB200X লঞ্চ করার পর Honda এখন ইন্দোনেশিয়ার একটি আর্ন্তজাতিক অটো শো (GIIAS)-তে তাদের সবচেয়ে কম ইঞ্জিন ক্যাপাসিটির অ্যাডভেঞ্চার ট্যুরিং মোটরসাইকেল, CB150X সামনে এনেছে। CB150X, ভারতে উপলব্ধ CB200X-এর ছোট ভাই হিসেবেই সম্বোধন করা যেতে পারে।

CB200X-এর মতো CB150X-এর চেহারা একটি রোড-ফোকাসড ট্যুরিং মোটরসাইকেলের মতো। অ্যাঙ্গুলার হেডল্যাম্প, বাতাসের ধাক্কা আটকাতে যথেষ্ট লম্বা উইন্ডস্ক্রিন, সেমি-ফেয়ারিং, মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক, এবং পুলড-ব্যাক হ্যান্ডেলবার সহযোগে এসেছে Honda CB150X।

CB150R Streetfire থেকে নেওয়া ১৪৯ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন এতে দেওয়া হয়েছে, যা ১৬.৯ পিএস শক্তি ও ১৩.৮ এনএম শক্তি উৎপন্ন করে। একইসঙ্গে রয়েছে সিক্স-স্পিড গিয়ারবক্স। যদিও Honda CB150X মডেলটি একইরকম পাওয়ার দেবে কিনা, তা খোলসা করা হয়নি।

ইন্দোনিশায়াতে হন্ডা সিবি১৫০ এক্স-এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১.৬৭ লক্ষ টাকা। এখানে হন্ডার এন্ট্রি-লেভেল ট্যুরিং বাইক হিসেবে সিবি২০০ এক্স থাকার কারণে সিবি১৫০ এক্স এই মুহূর্তে ভারতে আসার কোনও সম্ভাবনা নেই। যদিও কোম্পানির তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।