Realme-কে টেক্কা! Oppo লঞ্চ করলো ভারতের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন A53s 5G

দেশের সর্বত্র 5G চালু হতে এখনও দীর্ঘ সময়ের অপেক্ষা৷ তাই বলে স্মার্টফোন ব্র্যান্ডগুলি 5G সাপোর্টযুক্ত ফোন লঞ্চ করতে কার্পণ্যবোধ করছে না৷ ভারতের সবচেয়ে সস্তা 5G ফোন হিসেবে কয়েকদিন আগেই লঞ্চ হয়েছে Realme 8 5G৷ ফোনটির দাম শুরু হয়েছিল ১৪,৯৯৯ টাকা থেকে৷ আর আজ Oppp, A53s 5G লঞ্চ করে ভারতের সবচেয়ে সস্তা 5G ফোনের শিরোপা Realme-র কাজ থেকে ছিনিয়ে নিল৷ উল্লেখ্য, Oppp, A53s 5G জানুয়ারির শেষে চিনে লঞ্চ হওয়া Oppo A55 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে ভারতে এসেছে৷ অপ্পো এ৫৩এস স্মার্টফোনের বিশেষ ফিচারের মধ্যে আছে বড় ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি৷ আসুন ফোনটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক৷

Oppo A53s 5G: স্পেসিফিকেশন ও ফিচার

অপ্পো এ৫৩এস  ৫জি ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি আইপিএস ডিসপ্লে৷ এটি এইচডি+ রেজোলিউশন (৭২০x১৬০০ পিক্সেল) এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে৷ ফোনের ডিসপ্লে ডিজাইন ওয়াটারড্রপ নচ৷ এবং এর মধ্যে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রাখা হয়েছে। আবার এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর।  ফোনটি ৬ জিবি /৮  জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Oppo A53s 5Gফোনের পিছনে আছে তিনটি ক্যামেরা। এর প্রাইমারি সেন্সর হল ১৩ মেগাপিক্সেল। এছাড়াও অন্য দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স৷ ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা কেবলমাত্র ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে৷ সিকিউরিটির জন্য ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে৷ Oppo A53s 5G অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওস ১১.১-এর সাথে শিপিং হয়েছে৷

Oppo A53s: দাম

অপ্পো এ৫৩এস ৫জি ফোনটির দাম শুরু হচ্ছে ১৪,৯৯০ টাকা থেকে। এই মূল্য ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের। আবার এর ৮ জিবি র‌্যাম ও  ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯০ টাকা৷ ক্রিস্টাল ব্লু ও ইঙ্ক ব্লু কালার অপশনে এটি বেছে নেওয়া যাবে৷ ফ্লিপকার্টে ২ মে দুপুর ১২টার সময় অপ্পো এ৫৩এস ৫জি-এর প্রথম সেল অনুষ্ঠিত হবে৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন