Oppo A95 4G নজরকাড়া ডিজাইনের সাথে লঞ্চের দোরগোড়ায় দাঁড়িয়ে, সামনে এল রেন্ডার

Oppo A95 4G শীঘ্রই দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যে এই ফোনের বেশকিছু স্পেসিফিকেশন সামনে এসেছে। আবার টিপস্টার, সুধাংশু অ্যাম্ভোরে কয়েকদিন আগে এই ফোনের হ্যান্ডস অন ইমেজ শেয়ার করেছিলেন। এখন ওই টিপস্টার Oppo A95 4G ফোনের রেন্ডার ফাঁস করেছেন। যেখান থেকে ফোনটির সম্পূর্ণ ডিজাইন আমরা জানতে পেরেছি।

Oppo A95 4G এর রেন্ডার প্রকাশ্যে

রেন্ডার অনুযায়ী, ওপ্পো এ৯৫ ৪জি ফোনে পাঞ্চ হোল অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। আবার ডিসপ্লের নীচের দিকে সরু বেজেল থাকবে। ফোনটির পিছনে আয়তক্ষেত্রকার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। যার মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর ও এলইডি ফ্ল্যাশ পাওয়া যাবে। ওপ্পো এ৯৫ ৪জি ফোনটি দুটি কালারে আসবে – স্টারি ব্ল্যাক ও রেনবো সিলভার।

Oppo A95 4G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

কিছুদিন আগে ওপ্পো এ৯৫ ৫জি ফোনকে বেঞ্চমার্ক সাইট, গিকবেঞ্চ-এ দেখা যায়। এখান থেকে জানা যায় ফোনটির মডেল নম্বর CPH2365। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর দেওয়া হয়েছে। সাথে রয়েছে এড্রেনো ৬১০ জিপিইউ। ফোনটি ৮ জিবি র‌্যাম সহ আসবে। যদিও এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আমাদের বিশ্বাস। আবার অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১১ ওএস পাওয়া যাবে।

টিপস্টারদের মত, Oppo A95 4G কে আসলে গতবছর ভারতে লঞ্চ হওয়া Oppo F19 এর রিব্রান্ডেড করে আনা হবে। সেক্ষেত্রে নতুন Oppo ফোনে ৬.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।