Samsung Galaxy Note 9 ফোনের জন্য এল নতুন আপডেট

Samsung চলতি বছরে তাদের সমস্ত মিড রেঞ্জ ও প্রিমিয়াম ফোনের জন্য নতুন সফটওয়্যার আপডেট আনতে শুরু করেছে। ইতিমধ্যেই কোম্পানির Galaxy S, Note, A ও M সিরিজের বহু স্মার্টফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন ও সিকিউরিটি প্যাচ পেয়েছে। এবার Samsung Galaxy Note 9 এর জন্য নতুন আপডেট রোল আউট করা হল।

SamMobile এর রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি নোট ৯ ফোনটি এপ্রিল মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পেতে শুরু করেছে। এই আপডেটের ফার্মওয়্যার ভার্সন N9600ZHS7FUD1। আপাতত, দক্ষিণ আমেরিকার ইউজারদের জন্য এই আপডেট আনা হলেও, রিপোর্টে বলা হয়েছে শীঘ্রই অন্যান্য অঞ্চলের ইউজাররাও আপডেটের নোটিফিকেশন পাবেন।

মনে রাখবেন, যেহেতু এটি কেবল মাসিক অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট, তাই এর ফলে কোন নতুন ফিচার ফোনে যুক্ত হবে না। তবে ফোনের সিস্টেম আরো শক্তিশালী হবে। আপনি যদি এই ফোনটি ব্যবহার করেন, তাহলে ফোনের ‘সেটিং’ থেকে ‘সফটওয়্যার আপডেট’ এবং এরপর ‘ডাউনলোড এন্ড ইনস্টল’ অপশনে গিয়ে আপডেট এসেছে কিনা চেক করতে পারেন।

Samsung Galaxy Note 9 ফোনের কথা বললে, এতে আছে ৬.৪ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে এক্সিনস ৯৮১০ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যার সাথে ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জার সাপোর্ট করবে। ফোনটির সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও পিছনে ডুয়েল ১২ মেগাপিক্সেল সেন্সর বর্তমান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন