5500mah ব্যাটারি সহ 120W সুপারফাস্ট চার্জিং, ব্লকবাস্টার ফোন আনছে Redmi

রেডমি ইতিমধ্যেই চীনে Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট-চালিত ফোন হিসেবে Redmi Turbo 3 লঞ্চ করেছে। ব্র্যান্ডটি আবার তাদের K70-সিরিজের সবচেয়ে পাওয়ারফুল ফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে, যা চলতি বছরের প্রথমার্ধে Redmi K70 Ultra নামে আত্মপ্রকাশ করতে পারে। এখন ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং স্পিড ফাঁস হয়ে গিয়েছে। কি কি বিষয় জানা গেল আসন্ন Redmi K70 সিরিজের ফোনটির সম্পর্কে, চলুন দেখে নিই।

Redmi K70 Ultra-এর আরও স্পেসিফিকেশন ফাঁস

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS)-এর ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট) পোস্টে উল্লিখিত “N12” কোডনেমটি রেডমি কে70 আল্ট্রা-কে নির্দেশ করতে পারে। টিপস্টার জানিয়েছেন যে, এতে MT6989 মডেল নম্বর যুক্ত চিপসেট থাকবে। প্রসঙ্গত, এই মডেল নম্বরটি আসলে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300-এর সাথে সংযুক্ত।

তিনি আরও বলেছেন যে, রেডমি কে70 আল্ট্রা-এ 5,500 এমএএইচ ব্যাটারি থাকবে, যা 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিসিএস আগেই বলেছিলেন যে, এটি 24 জিবি পর্যন্ত এলপিডিডিআর5টি র‍্যাম এবং সর্বোচ্চ 1 টিবি ইউএফএস 4.0 স্টোরেজ সহ আসবে। এই তথ্যগুলি দেখে অনুমান করা হচ্ছে যে, রেডমি কে70 আল্ট্রা সম্ভবত ব্র্যান্ডের সবচেয়ে শক্তিশালী কে70 সিরিজের ফোন হতে চলেছে।

এছাড়াও শোনা যাচ্ছে যে, Redmi K70 Ultra-এ 8টি ওলেড প্যানেল থাকবে, যা 1.5K রেজোলিউশন অফার করবে। স্ক্রিনটি প্রায় 5,000 নিটের পিক ব্রাইটনেস অফার করতে পারে। এটা বলার অপেক্ষা রাখে না যে, ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং হাইপারওএস (HyperOS) সফ্টওয়্যার স্কিনে চলবে।

যদিও, Redmi K70 Ultra-এর ক্যামেরা সম্পর্কে এখনও কোনও তথ্য উপলব্ধ নেই। তবে, এতে গত বছরের Redmi K60 Ultra-এর মতো IP68-রেটেড ধুলো এবং জল-প্রতিরোধী চ্যাসিস থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, উন্নত স্থায়িত্বের জন্য K70 Ultra-এ অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে বলেও আশা করা হচ্ছে।