লঞ্চ হল Battlegrounds Mobile India-র নতুন আপডেট; নতুন ম্যাপসহ একাধিক কার্যকর ফিচার পাবেন গেমাররা

Battlegrounds Mobile India (ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া) বা BGMI (বিজিএমআই) গেম প্লেয়ারদের জন্য এবার এসে গেল এক দারুণ সুখবর! আসলে সম্প্রতি BGMI তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন আপডেট রোলআউট করেছে। আর এই আপডেটে গেমটির নির্মাতা সংস্থা Krafton (ক্রাফটন), PUBG Mobile (পাবজি মোবাইল)-এর এই ভারতীয় সংস্করণের জন্য বেশ কয়েকটি নতুন গেম মোড, নতুন ম্যাপসহ ইম্প্রুভড টাচ কন্ট্রোলের মতো বেশ কয়েকটি নয়া ফিচার নিয়ে এসেছে। মূলত চলতি মে মাসে ভারতে BGMI-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আপডেটটি লঞ্চ করা হয়েছে বলে জানা গেছে। যাইহোক আসুন, এখন এই ব্যাটেল-রয়্যাল গেমটির নতুন কয়েকটি ফিচার সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Battlegrounds Mobile India-তে মিলবে এই ফিচারগুলি

১. Official Livik Map (অফিসিয়াল লিভিক ম্যাপ)

নতুন আপডেটে বিজিএমআই গেমারদের জন্য অফিসিয়াল লিভিক (Livik) ম্যাপের ওপর থেকে পর্দা সরিয়েছে। এই ম্যাপটি প্লেয়ারদের এক দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স অর্জন করতে সাহায্য করবে। গেমাররা নতুন থিমযুক্ত এরিয়া, দুর্গম অঞ্চল সহ সমস্ত জায়গায় ব্যবহারের জন্য একটি নতুন চার চাকার গাড়ি ইউটিভি (UTV) এবং এক্সটি (XT) ভ্যারিয়েন্টের জন্য বেশ কয়েকটি নতুন অস্ত্র ব্যবহারের সুযোগ পাবেন। এসবের পাশাপাশি বিজিএমআই নতুন অ্যাডভান্সড সাপ্লাই জোনও নিয়ে এসেছে, যা একাধিক অস্ত্রের অ্যাক্সেস প্রদান করে ইউজারদের গেমে শেষ পর্যন্ত টিকে থাকতে সহায়তা করবে। আবার, একটি সম্পূর্ণ নতুন জিপলাইন ব্যবহার করে প্লেয়াররা এক জায়গা থেকে অন্য জায়গায় অতি অনায়াসে যেতে পারবেন। এছাড়া এই আপডেটে একটি ফুটবল পিচের দেখা মিলবে, যেখানে গোল করে গেমাররা নতুন নতুন আইটেম জিতে নিতে সক্ষম হবেন।

২. Core Circle Mode (কোর সার্কেল মোড)

বিজিএমআই একটি নতুন কোর সার্কেল মোড রোলআউট করেছে যা গেমারদের নতুন স্কিন, রিওয়ার্ড এবং অ্যাডিশনাল প্রোগ্রেস বোনাস অফার করবে। উল্লেখ্য যে, ১৪ মে-র পর গেমে অংশগ্রহণ করলে এই বোনাসগুলি পেতে সক্ষম হবেন প্লেয়াররা। জনপ্রিয় জাপানি অ্যানিমে ইভাঞ্জেলিয়ন (Evangelion)-এর অনুকরণে নির্মিত এই কোর সার্কেল মোডটি দুটি ম্যাপে খেলা যেতে পারে – লিভিক (Livik) এবং এরেঙ্গেল (Erangel)।

৩. Classic Mode (ক্লাসিক মোড)

এসবের পাশাপাশি নতুন আপডেটে একটি এমার্জেন্সি পিকআপ ফিচার পাবেন ব্যবহারকারীরা। গেম চলাকালীন প্লেয়াররা যদি কখনো সেফ প্লে জোনের বাইরে চলে যান, তাহলে এই ফিচারটিকে ব্যবহার করে তারা আবার একটি সুযোগ্য ও যথাযথ জায়গায় ফিরে আসতে পারবেন। আবার, রিভাইভাল টাওয়ারের সাহায্যে ইউজাররা বাদ পড়া সতীর্থদের পুনরায় গেমে ফিরিয়ে আনতে সক্ষম হবেন।

এছাড়া, নতুন আপডেটটি এনহ্যান্সড হ্যাপটিক ফিডব্যাক, স্পনসর ম্যাচ ফিচার সাপোর্ট সহ বেশ কয়েকটি ইম্প্রুভড কন্ট্রোল ফিচার নিয়ে এসেছে। সেক্ষেত্রে নয়া আপডেটের সুবাদে এই গেমটি খেলার জন্য প্লেয়ারদের উৎসাহ যে আরও বাড়বে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য। সেইসাথে নতুন অনেক প্লেয়ারও BGMI খেলতে আগ্রহী হয়ে উঠবেন বলে নিশ্চিতভাবে ধরে নেওয়া যেতে পারে। আর এর ফলস্বরূপ গেমটির জনপ্রিয়তাও যে আরও বহুগুণ বৃদ্ধি পাবে, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যদিও ইউজারদের কাছে BGMI-কে আরও আকর্ষণীয় করে তুলতে Krafton ভবিষ্যত আপডেটে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।