আসছে নতুন ইলেকট্রিক বাইক Okinawa Oki 100, টপ স্পিড ১০০ কিমি/ঘণ্টা

জনপ্রিয় ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা Okinawa Oki 100 নামের একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চের প্রস্তুতি শুরু করে দিল। সংস্থাটি Oki 100-র প্রোডাকশন মডেলের একটি টিজার ছবি প্রকাশ করেছে। এই টিজারে ‘coming soon’ লেখাটি উল্লেখ আছে, যা নির্দেশ করে Okinawa Oki 100 খুব তাড়াতাড়ি বাজারে পা রাখছে। প্রসঙ্গত, 2018 Auto Expo (অটো এক্সপো) ইভেন্টে Okinawa এই ইলেকট্রিক মোটরসাইকেলের প্রোটোটাইপ মডেলকে দেখিয়েছিল। গতবছর অটো এক্সপো ইভেন্টে সংস্থাটি ঘোষণা করে, ফেস্টিভ সিজনেই এটি লঞ্চ হবে। তবে প্যান্ডেমিক পরিস্থিতির জন্য সেই পরিকল্পনায় ছেদ ঘটে। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় Okinawa ই-বাইকটি লঞ্চের তোড়জোড় শুরু করেছে।

Oki 100-র প্রোডাকশন মডেলের পাওয়ারট্রেনের স্পেসিফিকেশন প্রকাশ না করলেও, এর আগে কোম্পানির তরফে বলা হয়েছিল, এর টপ স্পিড হবে ১০০ কিমি/ঘন্টা। ফলে এটি ১২৫ সিসি-র প্রিমিয়াম ICE (Internal Combustion Engine) কমিউটার মোটরসাইকেলের সমকক্ষ পারফরম্যান্স অফার করবে। ২০১৮ অটো এক্সপো-তে সংস্থাটি এও বলেছিল, ICE বাইকগুলির ইঞ্জিন যেখানে থাকে, ভারসাম্য বজায় রাখার জন্য Oki 100-র পাওয়ারট্রেনটি সেই স্থানেই রাখা হবে।

প্রোটোটাইপ মডেলের সাথে তুলনা করলে খরচ কমানোর জন্য প্রোডাকশান মডেলে স্বল্প কিছু ফিচার অনুপস্থিত থাকতে পারে। যেমন প্রোটোটাইপে এলইডি ব্যবহার করা হলেও টিজার ছবি অনুযায়ী, ই-বাইকটি হ্যালোজেন টার্ন ইন্ডিকেটরের সঙ্গে আসবে। এছাড়া এতে থাকবে ফুল-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ডেডিকেটেড স্মার্টফোন অ্যাপের মাধ্যমে বিভিন্ন ফিচার অ্যাক্সেস করার সুবিধা মিলবে।

Okinawa পূর্বে জানিয়েছিল, বাইকটির ব্যাটারি সেল থেকে আরম্ভ করে অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করার ক্ষেত্রে তারা ১০০ শতাংশ লোকালাইজেশন বা স্থানীয়করণের লক্ষ্য নিয়েছে। সেক্ষেত্রে এটি বেশ সস্তায় লঞ্চ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন