আবারও Ola-র মুকুটে ভারত সেরার শিরোপা, ইলেকট্রিক স্কুটার বিক্রিতে সবাইকে টেক্কা

Avatar

Updated on:

Ola Electric sells over 2000 Electric Scooters

ওলা ইলেকট্রিক (Ola Electric) তাদের নভেম্বরের ইলেকট্রিক স্কুটার বিক্রির পরিসংখ্যান গর্বের সাথে ঘোষণা করল। সংস্থাটি জানিয়েছে গত মাসে তারা ২০,০০০-এর বেশি ব্যাটারি চালিত টু-হুইলার বিক্রি করেছে। এই নিয়ে পরপর তিন মাস তারা ২০,০০০ বিক্রির গণ্ডি পার করল। এবারেও বৈদ্যুতিক স্কুটার বিক্রির নিরিখে দেশের বৃহত্তম সংস্থার হিসেবে নিজেদের স্থান ধরে রাখল ওলা। বর্তমানে সংশ্লিষ্ট সেগমেন্টে ৫০% মার্কেট শেয়ার রয়েছে ওলার দখলে।

এদিকে ওলার প্রতিপক্ষ Ather Energy সবমিলিয়ে ৭,২৩৪টি ই-স্কুটার বিক্রি করতে পেরেছে। যেখানে TVS গত মাসে ১০,০০০-এর বেশি iQube বিক্রি করতে পেরেছে। বিক্রিতে জোয়ারের প্রসঙ্গে ওলার কর্ণধার ভাবিশ আগারওয়াল বলেন, “জীবাশ্ম জ্বালানি চালিত যানবাহনের অন্তিম সময় উপনীত। ইলেকট্রিক ভেহিকেলের বাজারে প্রিমিয়াম স্কুটারের জনপ্রিয়তা এতদিন আইসিই যানবাহনের চাইতে ফিচারের দিক থেকে পিছিয়ে থাকাকেই নির্দেশ করছে।”

ভাবিশ যোগ করেন, “আমরা একাধিক সেগমেন্টে প্রোডাক্ট নিয়ে আসার প্রক্রিয়া জারি রাখবো।” এমনকি ২০২৫ এর মধ্যে ভারতের টু-হুইলারের বাজারে তারা নেতৃত্ব প্রদানকারী সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও জানান তিনি। ওলা বলেছে, প্রিমিয়াম স্কুটার সেগমেন্টে ৯২ শতাংশ শেয়ার রয়েছে তাদের। গত বছর যা ছিল ৩৬ শতাংশ। উল্লেখ্য, ওলা ছাড়াও Ather, Okinawa, Okaya, TVS, Ampere সহ আরও অন্যান্য কোম্পানি প্রিমিয়াম ই-স্কুটার বিক্রি করে।

বর্তমানে নতুন স্কুটার লঞ্চের পাশাপাশি এক্সপেরিয়েন্স সেন্টারের সম্প্রসারণকে পাখির চোখ করে এগোচ্ছে ওলা। ২০২২-এর ডিসেম্বরের মধ্যেই এদেশে ২০০টি আউটলেট খোলার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। আবার সামনের বছর একটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল আনার কথাও জানিয়েছে সংস্থা। ২০২৫-এর মধ্যে একটি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করে সমগ্র দেশবাসীকে তাক লাগিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ওলা।

সঙ্গে থাকুন ➥