Tata Motors এর মুকুটে নতুন পালক, ভারতে 50 লাখ গাড়ি তৈরি করে নজির

Avatar

Updated on:

Tata Motors achieves 5 million Passenger Cars production mark

ভারতের অটোমোবাইল জায়েন্ট টাটা মোটরস (Tata Motors)-এর অন্দরমহলে খুশির পরব! আজ সংস্থাটি এদেশে তাদের ৫০ লক্ষ যাত্রীগাড়ি তৈরির মাইলফলক স্পর্শ করার কথা সগর্বে ঘোষণা করল। টাটার সমগ্র পরিবারের যৌথ প্রয়াস, বিভিন্ন সেগমেন্টের লঞ্চ হওয়া গাড়ি যেমন হ্যাচব্যাক ও এসইউভি (SUV)-র আকর্ষণীয় মডেলের কারণে এই সাফল্য এসেছে বলে সংস্থাটি জানিয়েছে।

Tata ৫০ লক্ষ যাত্রীবাহী গাড়ি তৈরি করল

টাটা তাদের পঞ্চাশ লক্ষ যাত্রীবাহী গাড়ি তৈরীর সাফল্যের মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে ভারতীয় ক্রেতাদের এবং কর্মীদের জন্য এক ‘উদযাপনী অভিযান’ নিয়ে এসেছে। যার আওতায় টাটা তাদের ডিলারশিপ এবং ব্র্যান্ডেড আউটফিট সহ সেলস আউটলেটের সংখ্যা বাড়াবে। সংস্থাটি তাদের সমস্ত নির্মাণ কেন্দ্র এবং আঞ্চলিক দপ্তরগুলিতে এই মাস জুড়ে উৎসবের আমেজে মেতে থাকবে।

নতুন সাফল্য অর্জনের প্রসঙ্গে Tata-র বক্তব্য

এই ঐতিহাসিক মাইলস্টোন স্পর্শের বিষয়ে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস এবং টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র বলেন, “প্রতি লক্ষ থেকে পরবর্তীতে যাত্রার পথটি ছিল অতি দুর্গম। আমরা প্রতিটি পণ্য আবিষ্কারের মধ্য দিয়ে ভারতকে নতুন রূপ দান দিয়ে আসছি।”

শৈলেশ যোগ করেন, “আমাদের ব্র্যান্ড ক্রেতাদের কাছে কৃতজ্ঞ। আমরা সেই সব গ্রাহকদের প্রতি সম্মান জানাই, যারা আমাদের এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভবপর করে তুলেছে। আবার আমাদের কর্মী, সরবরাহকারী, চ্যানেল পার্টনার এবং সরকারকে নিরন্তর সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।”

Tata-র এই সাফল্য অর্জন করতে কতটা সময় লেগেছে

প্রসঙ্গত, ২০০৪-এ টাটা মোটরস তাদের ১০ লক্ষ যাত্রীবাহী গাড়ি উৎপাদনের মাইলফলক স্পর্শ করেছিল। ঠিক তার ৬ বছর বাদে অর্থাৎ ২০১০-এ ২০ লক্ষ গাড়ি তৈরির রেকর্ড গড়ে সংস্থা। এর পাঁচ বছর বাদে গাড়ি উৎপাদন সংখ্যা ৩০ লক্ষে পৌঁছায়। আবার ৪০ লক্ষ হতে সময় লাগে চার বছর। তার ৩ বছর বাদে ৫০ লক্ষ গাড়ি তৈরির সাফল্য অর্জন করল টাটা।

সঙ্গে থাকুন ➥