Upcoming Bikes: Royal Enfield থেকে KTM, এপ্রিলে ভারতে কী কী বাইক লঞ্চ হতে পারে দেখুন

Avatar

Published on:

Upcoming Bikes launch this month 2023

২০২৩-এর এপ্রিল মাস সদ্য শুরু হয়েছে। অন্যান্য মাসের মত এপ্রিলেও একাধিক টু-হুইলার ভারতের বাজারে পা রাখতে চলেছে। বিভিন্ন সেগমেন্টে আসবে এগুলি। উল্লেখ্য, এ বছর মার্চে ১৫টির বেশি মোটরসাইকেল ও স্কুটার এদেশে লঞ্চ হয়েছে। এপ্রিলও তেমনই চমকদার হবে বলেই আশা করা যায়। এই প্রতিবেদনে চলতি মাসে সম্ভাব্য লঞ্চ হতে চলা তিনটি মডেল সম্পর্কে জেনে নেব।

2023 Royal Enfield Bullet 350

রেট্রো মোটরসাইকেলের দুনিয়ার দীর্ঘদিনের আবেগ Royal Enfield Bullet 350 এমাসেই নতুন সংস্করণে হাজির হতে চলেছে। ইতিমধ্যেই একাধিকবার টেস্টিং চলাকালীন বাইকটির দর্শন পাওয়া গিয়েছে। আসন্ন মোটরসাইকেলটির দাম ১.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।

স্পোক হুইল সহ KTM 390 Adventure

এপ্রিলে ভারতের বাজারে আসন্ন টু হুইলারের মধ্যে অন্যতম মডেল হিসেবে ধরা দেবে KTM 390 Adventure। যাতে স্পোক হুইলের দেখা মিলবে। অর্থাৎ এটি অফরোডিংয়ের উপযুক্ত মডেল হিসেবে আসবে। বাইকটির মূল্য ৩.৪২ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে।

আপডেটেড Triumph Street Triple Lineup

Triumph Street Triple 765 লাইনআপ হল মাঝারি ওজনের স্ট্রিট ফাইটার দুনিয়ার অন্যতম বাইক। এবারে এই বাইকের আরও আকর্ষণীয় ভার্সন বাজারে আসতে চলেছে। এমাসেই যেটি বাজারে লঞ্চ হতে পারে। Street Triple R-এর দাম ১১.৫ লক্ষ টাকার কাছাকাছি ধার্য করা হতে পারে। যেখানে এর সহোদর RS মডেলটির মূল্য ১৩.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে।

সঙ্গে থাকুন ➥