দেশজুড়ে Wagon R ঝড়! 24 বছরে 30 লাখ পিস বিক্রি করে নতুন কীর্তি Maruti Suzuki-র

Avatar

Published on:

Maruti Suzuki WagonR achieves 30 lakh sales milestone

সস্তায় দেশের অন্যতম সেরা গাড়ি Maruti Suzuki WagonR-এর বহু জয়গাথা ইতিহাসের পাতায় প্রজ্বল্যমান। মারুতি সুজুকির এই এন্ট্রি লেভেল হ্যাচব্যাক মডেলটি গত অর্থবর্ষেও দেশের বেস্ট সেলিং গাড়ির তকমা নিজের দখলে রাখতে সক্ষম হয়েছিল। ২ দশকের বেশি সময় ধরে এটি ভারতীয়দের মন জুগিয়ে আসছে। এবারে গাড়িটির ৩০ লক্ষ বিক্রির মাইলস্টোন স্পর্শের কথা ঘোষণা করল ইন্দো জাপানি সংস্থা। বস্তুত এই সাফল্যের খবর ঘোষণাকালে মারুতি সুজুকির ছাতি গর্বে ৫৬ ইঞ্চি যে হয়েছিল, তা আর বলার অপেক্ষা রাখে না।

Maruti Suzuki WagonR ৩০ লক্ষ বিক্রির মাইলফলক স্পর্শ করল

বর্তমানে মারুতি সুজুকি ওয়াগনআর-এর তৃতীয় প্রজন্ম বাজারে উপলব্ধ। এটি বহু ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায়। গাড়িটি দুই ধরনের কে সিরিজ, ডুয়েলজেট, আইডল স্টার্ট স্টপ সহ ডুয়েল ভিভিটি ইঞ্জিনের বিকল্পে কেনা যায়। একটি ১.০ লিটার ও অপরটি ১.২ লিটার। আবার ম্যানুয়াল এবং এজিএস ট্রান্সমিশন অপশনে উপলব্ধ গাড়িটি। ডুয়েল টোন কালারও রয়েছে। এছাড়া ওয়াগনআর গাড়িটির সিএনজি ভ্যারিয়েন্টও বিক্রি হয়ে আসছে।

৩০ লক্ষ বিক্রির মাইলস্টোন স্পর্শের বিষয়ে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলসের উচ্চ পদস্থ কার্যনির্বাহী আধিকারিক শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, “ওয়াগনআর-এর ৩০ লক্ষ বিক্রির সাফল্য, ভারতের সর্বাধিক জনপ্রিয় হ্যাচব্যাক মডেল হিসেবে তার সাক্ষ্য বহন করে। ১৯৯৯ সালে লঞ্চের পর থেকেই গাড়িটি ক্রমাগত নিজের বিশ্বমানের ফিচার, ডিজাইন এবং পারফর্ম্যান্স দিয়ে ক্রেতার সংখ্যা বাড়িয়ে গিয়েছে।” খুশি হয়ে শ্রীবাস্তব “দিল সে স্ট্রং” আখ্যা দেন ওয়াগনআর-কে।

প্রসঙ্গত, Maruti Suzuki WagonR পঞ্চম প্রজন্মের HEARTECT প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এসেছে। এতে রয়েছে হাই টেনসিল স্টিল গ্রেড। এর ফিচারের তালিকায় উপস্থিত হাইটেক ড্রাইভার সহায়ক ইলেকট্রনিক ব্রেকিং ফোর্স ডিস্ট্রিবিউশন বা ইবিডি সহ অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল এবং হিল হোল্ড।

সঙ্গে থাকুন ➥