এই পুঁচকে ইলেকট্রিক গাড়ির দাপটে ত্রস্ত Tata, কম দামেই দিচ্ছে তুখোড় ফিচার্স ও মাইলেজ

Avatar

Published on:

MG Motor Sales Grow in 2023

ভারতের অটোমোবাইল শিল্পে নিজের উপস্থিতি ক্রমশ জানান দিচ্ছে এমজি মোটর (MG Motor)। ধীরে ধীরে ভারতীয় ক্রেতাদের মন জয় করছে তারা। ২০২৩ সাল যার প্রত্যক্ষ প্রমাণ।। গত বছর ৫৬,৯০২টি প্যাসেঞ্জার গাড়ি বিক্রি করেছে ব্রিটিশ কোম্পানিটি। ২০২২ সালের তুলনায় যা ১৮ শতাংশ বেশি।। প্রথাগত জ্বালানির পাশাপাশি বৈদ্যুতিক গাড়িও ভালই বিকোচ্ছে তাদের। এমনকি ইভি বিক্রিতে টাটার পরেই তাদের স্থান।

MG Motor ভারতের দ্বিতীয় বৃহত্তম ইভি কোম্পানি

পরিসংখ্যান বলছে, গত বছর এমজি মোটর ইন্ডিয়া বৈদ্যুতিক গাড়ি বিক্রির নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংস্থায় পরিণত হয়েছে। ফলে টাটার পরের স্থান দখল করে নিয়েছে তারা। ২০২৩-এ সংস্থাটি ৪,৪০০ ইউনিট গাড়ি বেচেছে। যা ২০২২ সালের ডিসেম্বরের তুলনায় ১৩% বেশি। কোম্পানি জানিয়েছে, তাদের মোট বিক্রিত গাড়ির ২৫% হল বৈদ্যুতিক মডেল।

ZS EV দীর্ঘদিন ধরে বিক্রির পর গত বছর এমজি ভারতের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি Comet EV লঞ্চ করেছিল। বর্তমানে যার দাম ৭.৯৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। কোম্পানি জানিয়েছে এখনও পর্যন্ত গাড়িটি প্রায় ২০,০০০ মানুষ আপন করেছেন। এমজি প্রধানত প্রিমিয়াম গাড়ি বিক্রি করে থাকে। যার মধ্যে রয়েছে – Astor, Hector, Hector Plus ও Gloster SUV।

আগামী কয়েক বছরের মধ্যে ভারতে সাতটি নতুন গাড়ি লঞ্চের আগ্রাসী মনোভাব নিয়েছে এমজি। যার মধ্যে বেশ কয়েকটি ইলেকট্রিক ভেহিকেল। ফলে বোঝাই যাচ্ছে ব্যাটারি চালিত গাড়ির বাজারে তারা নিজেদের প্রভাব বাড়াতে কতটা আগ্রহী। পাশাপাশি বর্তমানে এদেশে চার্জিং পরিকাঠামো বলিষ্ঠ করার কাজ চালিয়ে যাচ্ছে সংস্থা, যাতে করে ভবিষ্যতে ক্রেতাদের গাড়ি চার্জ করানোর ক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হতে না হয়।

সঙ্গে থাকুন ➥