IPL-এর এমন পাঁচজন ক্রিকেটার যারা টুর্নামেন্টে অভিষেক করার আগেই দলের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন

Avatar

Published on:

Five Indian players who won the IPL trophy before making their debut Sanju Samson

আইপিএলে (IPL 2024) প্রতিবছর একাধিক তরুণ ক্রিকেটার আন্তর্জাতিক দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের সাথে একসঙ্গে খেলার সুযোগ পান। এর ফলে তারা নিজের খেলার মানকে অনেক উন্নত করতে পারেন। এর সঙ্গেই এই বছর আইপিএল ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে। তার আগে এখন দলগুলি শেষ মুহূর্তে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আজ এখনে আইপিএলের এমন ৫ জন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করা হল যারা এই টুর্নামেন্টে অভিষেক করার আগেই দলের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

১) মানবিন্দর বিসলা (Manvinder Bisla)

২০১২ সালে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দেওয়ার জন্য মানবিন্দর বিসলা ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। তিনি একাই মাত্র ৪৮ বলে ৮৯ রান করেন। এরপর ২০১৪ সালেও নাইট বাহিনীদের হয়ে বিসলা আইপিএলে ট্রফি জয় করেছিলেন। তবে অনেকেই জানেন না মানবিন্দর ২০০৯ সালের আইপিএল জয়ী ডেকান চার্জার্স দলে ছিলেন। তবে এই দলের হয়ে তিনি অভিষেক করতে পারেননি। ২০১০ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মানবিন্দর আইপিএলে আত্মপ্রকাশ করেছিলেন।

২) সঞ্জু স্যামসন (Sanju Samson)

সঞ্জু স্যামসন গত কয়েক বছর ধরে রাজস্থান রয়্যালসের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি বর্তমানে এই দলকে নেতৃত্ব দিচ্ছেন। তবে রাজস্থানের হয়ে স্যামসন এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেননি। তবে আইপিএলে আত্মপ্রকাশের আগেই ভারতীয় এই তারকা ব্যাটসম্যান ২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন। এরপর সঞ্জু ২০১৩ সালে আইপিএলে রাজস্থানের হয়ে অভিষেক করেন।

৩) অক্ষর প্যাটেল (Axar Patel)

অক্ষর প্যাটেল আইপিএলে ভালো পারফরম্যান্স করে বর্তমানে জাতীয় দলেও নিজের পরিচয় তৈরি করেছেন। আইপিএলে ভারতীয় এই স্পিনার ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্স দলে জায়গা পেয়েছিলেন। সেই বছর মুম্বাই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। তবে অক্ষর ২০১৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অভিষেক করেন। ফলে আইপিএলে আত্মপ্রকাশ করার আগেই এই ক্রিকেটার ট্রফি স্পর্শ করার সুযোগ পেয়েছিলেন।

৪) মহাম্মদ শামি (Mohammed Shami)

মহম্মদ শামি এই মুহূর্তে ভারত তথা বিশ্বের অন্যতম তারকা পেসার। গত বছর আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে ১৭ ম্যাচে ২৮ টি উইকেট সংগ্রহ করে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন। ভারতীয় এই তারকা পেসার প্রথম ২০১৩ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আত্মপ্রকাশ করেছিলেন। তবে আইপিএলে অভিষেক করার আগে ২০১২ সালে নাইট বাহিনীদের হয়ে মহাম্মদ শামি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

৫) কৃষ্ণাপ্পা গৌথাম (Krishnappa Gowtham)

বর্তমানে লখনউ সুপার জায়ান্টসের অন্যতম অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌথাম ২০১৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে সফল আইপিএল মরসুম অতিবাহিত করেন। তবে ২০১৭ সালে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলের অংশ ছিলেন। ফলে আইপিএলে অভিষেক করার আগেই কৃষ্ণাপ্পা গৌথামের সেই বছর মুম্বাইয়ের হয়ে ট্রফি জয়ের স্বপ্ন বাস্তব হয়েছিল।

সঙ্গে থাকুন ➥