১০ ডিসেম্বর লঞ্চ হতে পারে Oppo Reno 5 5G সিরিজ, থাকবে স্ন্যাপড্রাগন ও মিডিয়াটেক প্রসেসর

আগামী ১০ই ডিসেম্বর চীনে লঞ্চ হতে চলেছে Oppo এর ফ্লাগশিপ Reno 5 সিরিজ। চীনা মাইক্রোব্লগিং সাইট উইবোতে অপ্পো একটি পোস্টের মাধ্যমে এমনটাই ইঙ্গিত করেছে। রিপোর্ট অনুযায়ী, এই সিরিজে তিনটি ফোন থাকতে পারে। Oppo Reno 5 5G, Oppo Reno 5 Pro 5G এবং Oppo Reno 5 Pro+ 5G।

বিভিন্ন টিপ্সটারদের শেয়ার করা তথ্য ও সার্টিফিকেশন সাইট TENAA থেকে এই সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন একে একে সামনে এসেছে। ইতিমধ্যে উইবোতে Reno 5 ফোনটির রিয়ার প্যানেলের একটি ছবিও ফাঁস হয়েছে। সেখানে ফোনের ওপরের দিকে বাম কোণে কোয়াড ক্যামেরা মডিউল দেখা গেছে। Oppo ও Reno Glow ব্রান্ডিং ফোনের ডানদিকে রাখা হয়েছে। প্রসঙ্গত, এই বছরের গোড়ার দিকে চীনে লঞ্চ হওয়া Reno 4 সিরিজে আকর্ষণীয় ডায়মন্ড কাট ডিজাইন ছিল৷ অপ্পোর উইবো পোস্ট দেখে অনুমান করা যায়, Reno 5 সিরিজেও সেরকম ডিজাইন থাকবে।

Oppo Reno 5 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

উইবো’তে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Oppo Reno 5 5G ফোনে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে। অন্যদিকে Reno 5 Pro 5G ও Oppo Reno 5 Pro+ 5G ফোনদুটি কার্ভড অ্যাঙ্গল সহ ৬.৫৫ ইঞ্চির অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লের সাথে আসতে পারে। তিনটি ফোনেরই ডিসপ্লে রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ।

Reno 5 5G, Reno 5 Pro 5G এবং Reno 5 Pro+ 5G ফোনগুলিতে যথাক্রমে স্ন্যাপড্রাগন ৭৬৫জি, মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০+ ও স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ব্যবহার করা হবে। Oppo Reno 5 সিরিজে অ্যান্ড্রয়েড ১১ নির্ভর কালারওএস ১১ ইন্টারফেসের থাকতে পারে। তিনটি ফোনে পাওয়ারের জন্য যথাক্রমে ৪,৩০০ এমএএইচ, ৪,৩৫০ এমএএইচ এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। সাথে থাকবে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

রেনো ৫ সিরিজের স্মার্টফোনগুলিতে সেলফির জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং পিছনে কোয়াড-ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এদের মধ্যে রেনো ৫ ও রেনো ৫ প্রো স্মার্টফোনে ৬৪ মেগাপিক্সেলের Sony IMX686 সেন্সর দেওয়া হতে পারে। এছাড়া থাকবে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স ও দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর। অন্যদিকে এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ভ্যারিয়েন্ট রেনো ৫ প্রো+ ফোনের প্রাইমারি ক্যামেরাতে থাকবে Sony IMX7XX সেন্সর, এছাড়া থাকবে ১৬ মেগাপিক্সেল সুপারওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।