MG Comet EV: 11 হাজারে দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি আপনার নামে, বুকিং শুরু

সম্প্রতি ভারতের ক্ষুদ্রতম এবং সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি হিসেবে MG Comet EV লঞ্চ হয়েছে। এবারে সেটির বুকিং গ্রহণ শুরুর কথা ঘোষণা করল এমজি মোটর (MG Motor)। আগ্রহী ক্রেতারা এদেশে সংস্থার সকল ডিলারশিপ থেকে ১১,০০০ টাকার বিনিময়ে বুকিং করতে পারবেন। গাড়িটি বুকিংয়ের পর থেকে ডেলিভারি পর্যন্ত সমস্ত আপডেট মিলবে MyMG অ্যাপ থেকে।

MG Comet EV-র বুকিং শুরু হল

এমজি কমেট ইভি-র পেস ট্রিমের দাম ৭.৯৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। এর প্লে এবং প্লাস – এই দুই ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে ৯.২৮ লক্ষ টাকা ও ৯.৯৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। তবে উপরিউক্ত প্রারম্ভিক মূল্য পরবর্তীতে বাড়িয়ে দেওয়া হবে। প্রথম ৫,০০০ বুকিংয়ের ক্ষেত্রেই মিলবে এই দাম। গাড়িটি ডেলিভারি মে থেকে চালু হওয়ার কথা জানানো হয়েছে।

গাড়িটি সংস্থার ই-শিল্ডের আওতাধীন। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে মেরামত এবং সার্ভিসের খরচ সংস্থা বহন করবে। এমজি-র তরফে জানানো হয়েছে, গাড়িটিতে তিন বছর অথবা ১ লাখ কিলোমিটারের (যেটি আগে হবে) ওয়ারেন্টি রয়েছে। এছাড়া তিন বছর রোডসাইড অ্যাসিস্ট্যান্ট, এবং প্রথম তিনটি শিডিউল সার্ভিসিংয়ের জন্য ফ্রি লেবার সার্ভিস অফার করবে সংস্থা।

MG Comet EV-তে রয়েছে একটি ১৭.৩ কিলোওয়াট আওয়ার IP67 রেটিং যুক্ত লিথিয়াম আয়ন ব্যাটারি। আট বছর অথবা ১ লক্ষ ২০ হাজার কিলোমিটারের (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করছে সংস্থা। ক্রেতারা এক্সটেন্ডেড ওয়ারেন্টি এবং সার্ভিস প্যাকেজ সহ গাড়িটি কিনতে পারবেন, যার জন্য অতিরিক্ত ৫,০০০ টাকা দিতে হবে। আবার তিন বছরের জন্য বাই ব্যাক বিকল্পে এটি কেনা যাবে। তিন বছর বাদে গাড়িটি ফেরত দিলে আসল এক্স-শোরুম মূল্যের ৬০ শতাংশ ফেরত যোগ্য বলে জানিয়েছে কোম্পানি।

ফুল চার্জে Comet EV ২৩০ কিলোমিটার পথ (পরীক্ষিত রেঞ্জ) চলতে পারবে বলে দাবি করেছে এমজি। একটি টাইপ টু চার্জার দ্বারা কমেট ইভি-এর ব্যাটারি ১০-৮০% চার্জ করতে ৭ ঘন্টা সময় লাগবে। যেখানে একটি ৩.৩ কিলোওয়াট চার্জারে ব্যাটারিটি ৫ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে।