Hyundai Inster: হুন্ডাইয়ের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি হাজির, দেখতে দুর্ধর্ষ, এক চার্জেই 355 কিমি
জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির পাঠ চুকিয়ে দিয়ে শুধুমাত্র বৈদ্যুতিক মডেল বিক্রির পথে ধীরে ধীরে এগিয়ে চলেছে অটোমোবাইল কোম্পানিগুলি। একের পর এক নতুন ইলেকট্রিক গাড়ির লঞ্চ সেই ইঙ্গিত দেয়। যেমন দক্ষিণ কোরিয়ার কোম্পানি হুন্ডাই এবার তাদের সবচেয়ে সস্ত ইলেকট্রিক ভেহিকেলের উপর থেকে পর্দা সরালো। নাম Hyundai Inster।
Hyundai Inster বিশ্ববাজারে বিক্রিত অতি জনপ্রিয় ইলেকট্রিক ভেহিকেল Casper-এর উপর ভিত্তি করে আসবে। অনুমান করা হচ্ছে, Tata Punch EV-কে টক্কর দিতে Inster গাড়িটিও ভারতের বাজারে লঞ্চ করতে পারে হুন্ডাই। তবে সর্বপ্রথম এটি কোরিয়ার বাজারে পা রাখবে বলে জানা গেছে। পরবর্তীতে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়া প্যাসিফিকে লঞ্চ হতে পারে।
Hyundai Inster: ডাইমেনশন ও বুট স্পেস
হুন্ডাই ঘোষণা করে জানিয়েছে, আসন্ন ইলেকট্রিক মডেলটির অধিক রাগেড ভার্সন Inster Cross নামে বাজারে আনা হবে। তবে ভারতের বাজারে এই গাড়ি লঞ্চ হবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়। নতুন হুন্ডাই ইনস্টার গাড়িটিতে থাকছে ২৮০ লিটার বুট স্পেস এবং ২,৫৮০ মিমি হুইলবেস। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৩,৮২৫ মিমি, ১,৬১০ মিমি ও ১,৫৭৫ মিমি।
Hyundai Inster: ব্যাটারি প্যাক
হুন্ডাই ইনস্টার দু’ধরনের ব্যাটারির প্যাক অপশন মিলবে - ৪২ কিলোওয়াট আওয়ার এবং ৪৯ কিলোওয়াট আওয়ার। এই মডেল দুটি থেকে ফুল চার্জে ৩০০ কিলোমিটার ও ৩৫৫ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। গাড়ি দুটি যথাক্রমে 266V ও 310V আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি। ব্যাটারি দুটি সম্পূর্ণ চার্জ হতে যথাক্রমে ৪ ঘন্টা ও ৪ ঘন্টা ৩৫ মিনিট সময় নেবে।
Hyundai Inster: স্পেসিফিকেশন ও টপ স্পিড
হুন্ডাই ইনস্টার ভ্যারিয়েন্ট অনুযায়ী ইলেকট্রিক মোটরের ক্ষমতা আলাদা। যেমন ছোট ব্যাটার যুক্ত মডেলের ইলেকট্রিক মোটর থেকে সর্বোচ্চ ৯৫ বিএইচপি শক্তি উৎপন্ন হবে এবং প্রতি ঘন্টায় সর্বাধিক ১৪০ কিলোমিটার গতিবেগ তুলতে পারবে। যেখানে বড় ব্যাটারি প্যাক মডেল থেকে উৎপন্ন হবে ১১৩ বিএইচপি শক্তি এবং টপ স্পিড ১৫০ কিমি/ঘন্টা।
Hyundai Inster: দাম ও ফিচার্স
হুন্ডাই ইনস্টারে গুরুত্বপূর্ণ ফিচার্স হিসেবে থাকছে অ্যাডভান্স ড্রাইভার এইড সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, অটো হোল্ড, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, হিটেড সিট ইত্যাদি। আন্তর্জাতিক বাজারে দাম ২৫,০০০ ডলার (প্রায় ২১ লক্ষ টাকা) ধার্য করার চিন্তাভাবনা করছে সংস্থা। ভারতে এলে অদশ্য দাম অনেকটাই কম হবে।