Ola Electric: বাজাজ, টিভিএস-দের হারিয়ে ইলেকট্রিক স্কুটার বিক্রিতে দেশের সেরা ওলা
ফের ছন্দে ফিরল ভারতের ইলেকট্রিক টু-হুইলার মার্কেট। জুলাইয়ে দেশের বাজারে বৈদ্যুতিক দুই চাকা গাড়ির বিক্রি ১ লক্ষ টপকে গিয়েছে। যা ২০২৪-এর জুন মাসের তুলনায় ৩৪ শতাংশ বেশি। পয়লা আগস্ট পর্যন্ত কেন্দ্রের বাহন পোর্টালের পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে দেশে ১.০৭ লক্ষ ইভি টু-হুইলার বিক্রি হয়েছে। মার্চেও বিক্রি ১ লক্ষের গন্ডি ছাড়িয়েছিল। মাঝের তিন মাস চাহিদা একটু ঝিমিয়ে যেতে দেখা গিয়েছিল।
ফেম-টু ভর্তুকি শেষ হলেও ইএমপিএস প্রকল্পের মাধ্যমে ইলেকট্রিক স্কুটার ও বাইকে এখনও সাবসিডি দিয়ে যাচ্ছে সরকার। যা চাহিদা বাড়াতে সহায়ক ভূমিকা নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই গ্রোথে বড় ভূমিকা নিয়েছে ওলা ইলেকট্রিক। ই-স্কুটার বিক্রিতে তারাই এখন দেশের বৃহত্তম সংস্থা। সার্ভিস নিয়ে অভিযোগ থাকলেও অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বেশি মডেল, ভ্যালু ফর মানি প্রোডাক্ট, ও ফিচার্সের কারণে ওলার ব্যাটারি স্কুটারের চাহিদা তুঙ্গে।
জুলাইয়ে ওলা ইলেকট্রিকের ৪১,৫৯৭টি ই-স্কুটার বিক্রি হয়েছে। যা জুন মাসের তুলনায় ১৩ শতাংশ বেশি। আর গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে, বিক্রি ১১৭ শতাংশ বেড়েছে। ২০২৩-এর জুলাইয়ে ১৯,৪০৬টি স্কুটার বেচেছিল তারা। এস১ প্রো, এস১ এয়ার, এস১ এক্স প্লাস, ও এস১ এক্স'র বিভিন্ন ভ্যারিয়েন্ট বিক্রি করছে ওলা। এক্স-শোরুম প্রাইস ৭৪,৯৯৯ টাকা থেকে শুরু হয়ে ১,৩৪,০০০ টাকা পর্যন্ত গিয়েছে।
প্রতিপক্ষদের কথা বললে, ইভি টু-হুইলার মার্কেট শেয়ারে দ্বিতীয় স্থানে টিভিএস মোটর কোম্পানি। জুলাইয়ে তাদের আইকিউব স্কুটারের ১৯,৪৭১ ইউনিট বিক্রি হয়েছে। তিন নম্বরে থাকা বাজাজ অটো গত মাসে ১৭,৬৪২টি চেতক স্কুটার বিক্রি করেছে। চার ও পাঁচ নম্বরে এথার এনার্জি ও হিরো মটোকর্প। জুলাইয়ে তাদের যথাক্রমে ১০,০৮০ ইউনিট এবং ৫,০৪৪ ইউনিট বৈদ্যুতিক স্কুটার বিক্রি হয়েছে।