Car Discount: কমদামি গাড়ি আরও সস্তায় কেনার সুযোগ, মিলছে 52,000 টাকা ছাড়

By :  SUMAN
Update: 2024-05-14 05:15 GMT

মে পড়তেই Maruti Suzuki, Tata Motors, Hyundai সহ অন্যান্য গাড়ি নির্মাতা আকর্ষণীয় ডিসকাউন্টের ঘোষণা করেছে। এবারে সেই পথ অনুসরণ করল ফ্রান্সের বহুজাতিক গাড়ি নির্মাতা রেনো (Renault)। চলতি মাস জুড়ে এদেশে বিক্রিত প্রতিটি গাড়িতে অফার চালু করেছে তারা। ডিসকাউন্টের তালিকায় রয়েছে – Renault Kwid, Renault Triber ও Renault Kiger। ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস, কর্পোরেট ডিসকাউন্ট মিলিয়ে রয়েছে নানা সুযোগ-সুবিধা। চলুন রেনোর কোন গাড়িতে কত টাকা ছাড় পাওয়া যাচ্ছে জেনে নেওয়া যাক।

Renault Kwid

Renault Kwid-এর প্রতিটি ভ্যারিয়েন্টে সর্বাধিক ৫২,০০০ টাকার ছাড় চলছে। এর আওতায় রয়েছে ১৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ১২,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। তবে Kwid-এর বেস মডেল RXE-তেই শুধুমাত্র ১০,০০০ টাকার লয়ালটি বোনাস অফার করা হচ্ছে। এই গাড়ির বর্তমান দাম ৪.৭০ লক্ষ থেকে শুরু করে ৬.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Renault Triber

Renault Triber-এর কয়েকটি বাছাই করা ভ্যারিয়েন্টে সর্বোচ্চ ৪৭,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার আওতায় আছে ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ১২,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। তবে Triber-এর বেস মডেল RXE-তেই শুধুমাত্র ১০,০০০ টাকার লয়ালটি বোনাস অফার করা হচ্ছে। এই গাড়ির দাম ৬ লক্ষ থেকে শুরু করে ৮.৯৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Renault Kiger

Kwid-এর মতো Renault Kiger-এও পাওয়া যাচ্ছে সর্বাধিক ক্যাশ ডিসকাউন্ট। ৫২০০০ টাকার সর্বোচ্চ ছাড়ের অধীনে রয়েছে ১৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ১২,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। তবে Kiger-এর বেস মডেল RXE-তেই শুধুমাত্র ১০,০০০ টাকার লয়ালটি বোনাস অফার করা হচ্ছে। এই গাড়ির এখনকার মূল্য ৬ লক্ষ থেকে শুরু করে ১১.২৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

উল্লেখ্য, অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের অঙ্ক ভিন্ন হতে পারে। তাই গাড়ি কেনার আগে আপনার নিকটবর্তী রেনো শোরুম থেকে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।

Tags:    

Similar News