দেশী-বিদেশী কোম্পানিদের পিছনে ফেলে ভারতের বাজারে নতুন রেকর্ড গড়ল Tata
এ কথা অনেকেই জানেন, সূচনা থেকেই ভারতের বৈদ্যুতিক যাত্রী গাড়ি বাজারে বিক্রির নিরিখে শীর্ষস্থান ধরে রেখেছে টাটা মোটরস (Tata Motors)। এবার এই দেশীয় কোম্পানিটি ইভি বিক্রিতে নতুন মাইলফলক স্পর্শের কথা ঘোষণা করল। এ পর্যন্ত তারা ভারতে ১.৫ লাখের বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে ফেলেছে। দেশের প্রথম যাত্রী গাড়ি নির্মাতা হিসাবে এই নজির গড়েছে টাটা।
Tata Motors-এর দেড় লাখের বেশি EV বিক্রি হয়েছে
পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে টাটা মোট ৭৩,৮০০ ইউনিট বৈদ্যুতিক গাড়ি বেচতে পেয়েছিল। তুলনাস্বরূপ, ২০২২-২৩ অর্থবর্ষে সংখ্যাটা ৫০,০০০ ইউনিট থাকায় চাহিদা ৪৮% বেড়েছে। বর্তমানে সংস্থার পোর্টফোলিওতে চারটি অল ইলেকট্রিক মডেল রয়েছে। এগুলি হল, Tata Nexon EV, Tata Punch EV, Tata Tiago EV ও Tata Tigor EV।
টাটা এই গাড়িগুলির দাম ৭.৯৯ লাখ থেকে ১৯.৪৯ লাখ টাকা (এক্স-শোরুম)। বর্তমানে তাদের ঝুলিতে ইলেকট্রিক হ্যাচব্যাক, সেডান ও এসইউভি গাড়ি আছে। শীঘ্রই সংস্থা আরও দুটি নতুন ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে। Curvv EV ও Tata Harrier EV চলতি অর্থবর্ষের মধ্যেই মার্কেটে লঞ্চের পরিকল্পনা করছে টাটা।
Tata Harrier EV রিয়ার মাউন্টেড মোটর ও অল হুইল ড্রাইভ কনফিগারেশনে আসতে পারে। জানিয়ে রাখি, Tata Nexon EV ও Tata Punch EV সম্প্রতি ভারত এনক্যাপ (Bharat NCAP) থেকে ফাইভ-স্টার সেফটি রেটিং অর্জন করেছে। উভয় মডেলই শিশু ও প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য যে কোনও অভিঘাত থেকে সর্বোচ্চ স্তরের সুক্ষা দিতে সক্ষম।