Upcoming Bikes: পুজোর আনন্দ দ্বিগুণ করতে সেপ্টেম্বর লঞ্চ হবে চারটি নতুন বাইক এবং স্কুটার, রইল লিস্ট

By :  techgup
Update: 2024-09-03 08:15 GMT

পুজোর মরসুমে চাহিদার কথা মাথায় রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে টু-হুইলার নির্মাতারা। উৎসবের আমেজে অনেকেই নতুন বাইক বা স্কুটার কিনতে চান। তাই এই সময়ে সংস্থাগুলি নতুন প্রোডাক্ট বাজারে আনতে উৎসাহ পায়। সেপ্টেম্বর দেশের দু'চাকা গাড়ির ইন্ডাস্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। কারণ এই মাসে দুই নতুন মোটরসাইকেল এবং দু'টি স্কুটার লঞ্চ হবে ভারতে। চলুন বিস্তারিত জেনে নিই এদের সম্পর্কে।

Hero Destini 125

হিরো ডেস্টিনি 125 বিশাল মেকওভার নিয়ে ভারতে এই সপ্তাহে লঞ্চ হবে। বর্তমান মডেলের থেকে দেখতে সম্পূর্ণ আলাদা। রেট্রো ও মর্ডান উভয় স্টাইলের মিশ্রণ দেখা যাবে। ফ্রন্ট অ্যাপ্রনে নতুন এলইডি হেডল্যাম্প ও কপার অ্যাকসেন্ট থাকছে। বডিওয়ার্কের কিছু অংশে ক্রিজ রয়েছে। নতুন ফিচার্স ও ডিজাইন যুক্ত হলেও স্কুটারটির পারফরম্যান্স বদলাবে না। এটির 125 সিসির ইঞ্জিন থেকে 7000 আরপিএম গতিতে সর্বাধিক 9 বিএইচপি ও 5,500 আরপিএম গতিতে 10.4 এনএম টর্ক পাওয়া যাবে।

আরও পড়ুন : এবার টিভিতে দেখুন X এর ভিডিও, ইলন মাস্ক আনল X TV অ্যাপ

Jawa 42

জাওয়া ইয়েজদি মোটরসাইকেল আজ ভারতে Jawa 42-এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে। এটি স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় দেখতে আরও স্টাইলিশ হবে। এই রোডস্টারে 334 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার হতে পারে। যা 22.26 বিএইচপি এবং 28.1 এনএম টর্ক উৎপন্ন করবে। দাম 2.10 লক্ষ টাকা থেকে 2.20 লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে থাকতে পারে।

BMW CE 02

BMW CE 02 হল একটি আরবান EV, যা অনেকদিন ধরে TVS তাদের হোসুরের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি থেকে বিশ্বজুড়ে রপ্তানি করছে। অভিনব ডিজাইনের এই ইলেকট্রিক স্কুটার এই মাসে ভারতবাসীর ব্যবহারের জন্য লঞ্চ হবে। এতে সিঙ্গেল ও ডুয়াল ব্যাটারি প্যাক অপশন আছে। রেঞ্জ যথাক্রমে 45 কিমি ও 90 কিমি৷ এটি 5 লক্ষ টাকায় (এক্স-শোরুম) বিক্রি হতে পারে।

আরও পড়ুন : Huawei Mate XT হবে বিশ্বের প্রথম দুবার ফোল্ড করা ফোন, চাপে পড়বে Samsung

BMW F 900 S

BMW F 900 GS একটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এবং এটি ভারতের বাজারে F 850 GS মডেলের রিপ্লেসমেন্ট হিসাবে আসবে। বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাইকটির 895 সিসির প্যারালাল টুইন ইঞ্জিন থেকে 8,500 আরপিএম গতিত 105 হর্সপাওয়ার এবং 6,750 আরপিএমে 93 এনএম টর্ক উৎপন্ন হবে। সঙ্গে থাকবে সিক্স স্পিড গিয়ারবক্স ও বি-ডিরেকশনাল কুইকশিফ্টার। কর্নারিং এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, 6.5 ইঞ্চি টিএফটি ডিসপ্লের মতো ফিচার্স মিলবে এতে। দাম 13.5 লক্ষ (এক্স-শোরুম) টাকা থেকে শুরু হতে পারে।

Tags:    

Similar News