Apple Foldable MacBook: অ্যাপল আনছে ফোল্ডিং ডিসপ্লের ম্যাকবুক, কবে লঞ্চ হবে

By :  SUMAN
Update: 2024-03-07 11:26 GMT

বেশ কিছু সময় ধরে গুঞ্জন শোনা যাচ্ছিলো যে Apple ফোল্ডেবল প্রোডাক্ট নিয়ে আসতে বিশেষ উদ্যোগী। যদিও মাসের পর মাস কেটে গেলেও এরকম কোনো ডিভাইস বাজারে আসতে দেখা যায়নি। তবে এখন Apple ডিভাইস বিশ্লেষক মিং-চি কুও (Ming-Chi Kuo) X প্ল্যাটফর্মে দাবি করেছেন যে, টিম কুক (Tim Cook) -এর সংস্থাটি বর্তমানে সক্রিয়ভাবে একটি ২০.৩-ইঞ্চি ডিসপ্লে সাইজের ফোল্ডেবল ম্যাকবুক (MacBook) ল্যাপটপের উপর নিয়ে কাজ করছে। যা ২০২৭ সালে লঞ্চ করার লক্ষ্য নিয়েছে কুপারটিনো ভিত্তিক টেক জায়ান্ট।

Apple বর্তমানে একটি ফোল্ডেবল ডিজাইনের MacBook -এর উপর কাজ করছে

মিং-চি কুও -এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, Apple Foldable MacBook এর উৎপাদন কার্য ২০২৭ সাল থেকে শুরু হবে। অর্থাৎ এই একই বছরে প্রোডাক্টটির লঞ্চ এবং সেল লাইভ হতে পারে। আসন্ন এই ভাঁজযোগ্য ম্যাকবুকের সম্ভাব্য লঞ্চের টাইমলাইন প্রকাশ্যে এলেও, এর ফিচার সম্পর্কিত বিবরণ এখনো অজানা।

https://twitter.com/mingchikuo/status/1765563986089783322

প্রসঙ্গত জানিয়ে রাখি, চলতি বছরের প্রথম দিকে অ্যাপল একটি ২০-ইঞ্চি ভাঁজযোগ্য ম্যাকবুক নিয়ে আসার পরিকল্পনা করছে বলে দাবি করেছিলেন ডিসপ্লে বিশ্লেষক রস ইয়ং (Ross Young) এবং কোরিয়ার মার্কেট রিসার্চ ফার্ম দ্য ইলেক (The Elec)। যদিও তখন জানা গিয়েছিল যে, ভাঁজযোগ্য ম্যাকবুকের জন্য যে প্রোটোটাইপগুলি বানানো হচ্ছে তা কোয়ালিটি টেস্টে ব্যর্থ হয়েছে। যার দরুন মনে করা হচ্ছিলো, টেক জায়ান্টটি হয়তো তাদের এই প্রজেক্ট আপাতত স্থগিত করে দেবে। কিন্তু বিশ্লেষক কুও প্রদত্ত রিপোর্ট স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, অ্যাপল ভাঁজযোগ্য ম্যাকবুক বাজারে আনতে বদ্ধপরিকর। যদিও ডিভাইসটির আগমন সত্বর ঘটবে না, বেশ কয়েক বছর সময় লাগবে।

আর যদি কুও -এর দাবি সত্যি হয় তবে আসন্ন ফোল্ডেবল ম্যাকবুকটি সংস্থার সবচেয়ে বড় ডিসপ্লে সাইজের সাথে আসা ল্যাপটপ হবে। জানিয়ে রাখি, বর্তমানে অ্যাপলের সবচেয়ে বড় সাইজের ল্যাপটপ হল ১৬-ইঞ্চির ম্যাকবুক প্রো। যদিও প্রায় এক দশক আগে ১৭-ইঞ্চি ডিসপ্লের সাথে একটি ম্যাকবুক প্রো লঞ্চ করা করেছিল। কিন্তু এর প্রোডাক্শন ২০১২ সালে বন্ধ করে দেওয়া হয়।

ফোল্ডেবল Apple iPhones লঞ্চের সম্ভাবনা আছে কী?

পূর্বে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, অ্যাপল ২০১৮ সাল থেকে ভাঁজ করা যায় এমন আইফোনের উপর কাজ করছে। এক্ষেত্রে সংস্থাটি দুটি প্রোটোটাইপ অনুসরণ করছে। যার মধ্যে প্রথমটি ঐতিহ্যবাহী ফোল্ডেবল ফোনের অনুরূপ। দ্বিতীয়টি আইপ্যাডের মতো ডিজাইন অফার করবে। যদিও সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এই প্রোটোটাইপগুলির কোনোটাই অ্যাপলের কোয়ালিটি টেস্টে উত্তীর্ণ হতে পারেনি। তাই ফোল্ডেবল আইফোনের প্রজেক্ট আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে।

অতএব আগামী কয়েক বছরের মধ্যে ফোল্ডেবল ম্যাকবুক বাজারজাত হওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকলেও, ভাঁজযোগ্য আইফোন কবে লঞ্চ হবে তা বলা যাচ্ছে না!

Tags:    

Similar News