Apple Macbook Air কেনার সুবর্ণ সুযোগ, সবচেয়ে কম দামে বিক্রি করছে Amazon
একথা আমাদের সকলেরই জানা যে, Apple-এর সবকটি ল্যাপটপই প্রিমিয়াম সেগমেন্টের অন্তর্গত, তাই সেগুলির দামও খুব বেশি। সেক্ষেত্রে কেবল চড়া দামের কারণে আপনি যদি এতদিন পর্যন্ত সংস্থার কোনো ল্যাপটপ কেনার তীব্র ইচ্ছা মনের এক কোণায় পুষে রেখে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। আপনাদেরকে জানিয়ে রাখি, Apple এই বছরের শুরুতে এম২ (M2) চিপসেট সহ MacBook Air ল্যাপটপটি লঞ্চ করেছিল। এটির বেস মডেলের আসল দাম ১,১৯,৯০০ টাকা। তবে বর্তমানে জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon এই ডিভাইসটিতে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে Apple-এর এই ল্যাপটপটি বেশ খানিকটা সস্তায় কিনতে সক্ষম হবেন ক্রেতারা। আসুন, এই মুহূর্তে Amazon থেকে MacBook Air 2022 কিনতে হলে ইউজারদের কত টাকা খরচ করতে হবে, সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Amazon থেকে সস্তায় কিনে নিন Apple MacBook Air M2
আগেই বলেছি যে, নতুন প্রজন্মের ম্যাকবুক এয়ার ল্যাপটপটির বেস মডেলের আসল দাম ১,১৯,৯০০ টাকা। তবে বর্তমানে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এই ডিভাইসটির উপর ১৪,৪০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। ফলে এই মুহূর্তে অ্যামাজন থেকে উক্ত ল্যাপটপটি কিনতে হলে ক্রেতাদের ১,০৪,৫০০ টাকা ব্যয় করতে হবে। তদুপরি, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড মারফত পেমেন্ট করলে ৬,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পাওয়া যাবে। ফলে দীর্ঘদিন ধরে সস্তায় অ্যাপলের ল্যাপটপ কেনার স্বপ্নকে বাস্তবায়িত করতে চাইলে ইউজাররা অবশ্যই এই অফারটির ফায়দা ওঠাতে পারেন।
Apple MacBook Air M2-এর ফিচার এবং স্পেসিফিকেশন
আলোচ্য ল্যাপটপটিতে নতুন প্রজন্মের এম২ চিপসেট দিয়েছে অ্যাপল। ডিভাইসটিতে রয়েছে ১৩ ইঞ্চি প্রো রেটিনা ডিসপ্লে, যার ব্রাইটনেস ৫০০ নিটস। সংস্থার দাবি অনুযায়ী, ডিসপ্লেটি পূর্বসূরীর তুলনায় ২৫ শতাংশ বেশি উজ্জ্বলতা দেবে। অল অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন সহ আসা এই ল্যাপটপের ওজন ২.৭ পাউন্ড (প্রায় ১.২২৫ কেজি) এবং এটির বেধ (থিকনেস) মাত্র ১১.৩ মিমি। ডিভাইসটি পূর্বসূরীর তুলনায় ২০ শতাংশ দ্রুত পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। আবার, এটি দিয়ে ৪০ শতাংশ তাড়াতাড়ি ভিডিও এডিট করা যাবে বলে অ্যাপলের তরফ থেকে জানানো হয়েছে।
ফ্যানলেস ডিজাইনের এই ল্যাপটপে কানেক্টিভিটির জন্য মজুত রয়েছে দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট, থান্ডারবোল্ট ৪ পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক৷ আলোচ্য ডিভাইসটি একটি অপশনাল ৬৭ ওয়াট টাইপ-সি পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে একক চার্জে ১৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। এই অ্যাডাপ্টারের সাহায্যে ল্যাপটপটি মাত্র ৩০ মিনিটেই ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। তদুপরি, ম্যাকবুক এয়ারে ম্যাগসেফ (MagSafe) চার্জিং টেকনোলজির সাপোর্ট রয়েছে।
নয়া Apple MacBook Air 2022 ল্যাপটপে একটি ১,০৮০ পিক্সেল রেজোলিউশনের ফেসটাইম এইচডি ক্যামেরা রয়েছে। আবার অডিও ফ্রন্টের ক্ষেত্রে, এতে চারটি স্পিকার সহ সাউন্ড সিস্টেম বিদ্যমান। ইউজাররা যাতে হাই-কোয়ালিটি অডিওর সাথে সিনেমা দেখার মজা উপভোগ করতে পারেন, তার জন্য এই ল্যাপটপে ডলবি অ্যাটমস সহ ইমার্সিভ স্প্যাটিয়াল অডিও টেকনোলজি সাপোর্ট দেওয়া হয়েছে। ডিভাইসটিতে একটি ম্যাজিক কী-বোর্ড এবং ফোর্স টাচ ট্র্যাকপ্যাডও রয়েছে।