ভারতে এল Honor MagicBook X14 Pro 2024 ল্যাপটপ ও Honor Pad 9 ট্যাবলেট, শুরু হল প্রি-অর্ডার

By :  SUMAN
Update: 2024-03-22 18:22 GMT

Honor আজ (22শে মার্চ) আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে নতুন দুটি ল্যাপটপ মডেল এবং একটি ট্যাবলেটের ঘোষণা করল। নতুন ল্যাপটপগুলি হল - Honor MagicBook X14 Pro 2024 এবং X16 Pro 2024। এদেশে এগুলির দাম 49,990 টাকা থেকে শুরু হচ্ছে। ফিচার হিসাবে এতে - 512 জিবি SSD স্টোরেজ, স্টেরিও স্পিকার সিস্টেম, ফুল-সাইজ ব্যাকলিট কীবোর্ড এবং 13তম প্রজন্মের ইন্টেল কোর i5 H-সিরিজ চিপসেট পাওয়া যাবে। এই দুটি ল্যাপটপ মডেলের পাশাপাশি সংস্থাটি Honor Pad 9 নামের একটি নয় মিড-রেঞ্জ ট্যাবলেটও লঞ্চ করেছে, যার দাম থাকছে 22,999 টাকা। এতে 120 হার্টজ রিফ্রেশ রেটের LCD টাচ ডিসপ্লে, আটটি স্পিকার যুক্ত অডিও সিস্টেম এবং 8,300 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির মতো ফিচার বিদ্যমান।

Honor MagicBook X14 Pro 2024, X16 Pro 2024 ল্যাপটপ এবং Honor Pad 9 ট্যাবলেটের প্রি-অর্ডার ও সেলের তারিখ

অনর ম্যাজিকবুক এক্স14 প্রো 2024 এবং এক্স16 প্রো 2024 ল্যাপটপ দুটির আগামী 25শে মার্চ ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) -এর মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে। এগুলির ওপেন সেল এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু হবে৷

অন্যদিকে অনর প্যাড 9 ট্যাবলেটটি আপনারা আজ থেকেই প্রি-অর্ডার করতে পারবেন। এটি আগামী 28শে মার্চ থেকে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে৷

Honor MagicBook X14 Pro 2024 এবং X16 Pro 2024 ল্যাপটপের সেল অফার

অনর ব্র্যান্ডিংয়ের ল্যাপটপগুলির দাম শুরু হচ্ছে 49,990 টাকা থেকে। যদিও সংস্থার পক্ষ থেকে মডেল দুটির প্রত্যেকটি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখনো প্রকাশ্যে নিয়ে আসা হয়নি। জানিয়ে রাখি, ম্যাজিকবুক সিরিজের এই ল্যাপটপগুলির সাথে একাধিক লোভনীয় প্রি-অর্ডার অফার উপলব্ধ থাকছে। যেমন HDFC ও SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে 5,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। ক্রেতারা 6 মাসের বৈধতাসম্পন্ন নো-কস্ট ইএমআই বিকল্পের লাভ ওঠাতে পারবেন। আবার অতিরিক্তভাবে 2,000 টাকার এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। এছাড়া মাইক্রোসফ্ট অফিস 365 সফ্টওয়্যার -এর এক বছরের কম্প্লিমেন্টারি সাবস্ক্রিপশনের সুবিধাও মিলবে।

Honor MagicBook X14 Pro 2024 এবং X16 Pro 2024 ল্যাপটপের স্পেসিফিকেশন

Honor MagicBook X14 Pro 2024 এবং X16 Pro 2024 উভয় ল্যাপটপেই 13তম প্রজন্মের ইন্টেল কোর i5 H-সিরিজ প্রসেসর দেওয়া হয়েছে। স্টোরেজ হিসাবে 16 জিবি পর্যন্ত র‍্যাম এবং 512 জিবি SSD পাওয়া যাবে। উভয় মডেলই উইন্ডোজ 11 হোম অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এছাড়া এই ল্যাপটপ দুটি - হাই রেজোলিউশনের স্টেরিও স্পিকার সিস্টেম এবং ফুল-সাইজ ব্যাকলিট কীবোর্ড সহ এসেছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য 60 ওয়াট-আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা সাধারণ ব্যবহারে 10 ঘন্টা এবং 11.5 ঘন্টার ভিডিও প্লেব্যাক টাইম অফার করে।

Honor Pad 9 ট্যাবলেটের দাম, সেল অফার এবং ফিচার

Honor Pad 9 ট্যাবলেটটি প্রি-অর্ডার লাইভ থাকাকালীন 22,499 টাকায় কেনা যাবে। তবে 27শে মার্চের পর অর্থাৎ 28শে মার্চ প্রথম সেল লাইভ হয়ে গেলে উক্ত মডেলটি কিনতে 22,999 টাকা খরচ করতে হবে। আবার যেসকল ক্রেতারা এই ট্যাবলেট আগাম অর্ডার করবেন তারা একটি অনর ব্লুটুথ কীবোর্ড সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন।

বিশেষত্বের কথা বললে, অনর ব্র্যান্ডের এই ট্যাবলেটে 120 হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত 12.1-ইঞ্চির LCD টাচ-স্ক্রিন দেওয়া হয়েছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর দ্বারা চালিত। ভালো সাউন্ড সরবরাহের জন্য মিলবে আটটি স্পিকার যুক্ত অডিও সিস্টেম। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য 8,300 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 35 ওয়েট ফাস্ট চার্জিং সমর্থন করে।

Tags:    

Similar News