দাম কমলো Samsung Galaxy A23, M12, M33, F23 স্মার্টফোন সহ ১০টি ডিভাইসের, কিনবেন নাকি

Update: 2022-08-16 08:55 GMT

মোবাইল বাজারের অন্যতম পুরনো এবং জনপ্রিয় নাম Samsung (স্যামসাং)। দুই দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ কোরিয়ার এই সংস্থার হ্যান্ডসেট বাজারে দেদার বিক্রি হচ্ছে। এমনকি বিগত কয়েক বছর ধরে তারা বিশ্বের সেরা স্মার্টফোন নির্মাতা হিসেবে পরিচিত পাচ্ছে। তবে শুধু স্মার্টফোন নয়, Samsung-এর ট্যাবলেট বা স্মার্টওয়াচের মত ডিভাইসগুলিও বেশ সমাদৃত। সেক্ষেত্রে যদি আপনি এই ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাব বা স্মার্টওয়াচ জাতীয় কোনো প্রোডাক্ট কেনার চিন্তাভাবনা করেন, তাহলে এটিই কিন্তু আপনার পরিকল্পনা বাস্তবায়িত করার সঠিক সময়। ব্যাপারটা খোলসা করেই বলি, আসলে সাম্প্রতিক সপ্তাহগুলিতে বেশ কয়েকটি Samsung ডিভাইসের (মূলত স্মার্টফোনের) দাম কমেছে। ফলত এখন এগুলি দামের চেয়ে অনেকটা সস্তায় কেনা যাবে। কিন্তু ঠিক কোন কোন Samsung ডিভাইসের দাম কমেছে? আর এগুলি কিনলে কতটা ফায়দাই বা হবে? আসুন জেনে নিই।

এই ১০টি Samsung ডিভাইস এখন সস্তায় মিলছে

১. ​Samsung Galaxy Z Fold 3: ব্র্যান্ডের এই ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোনটি ১০,০০০ টাকা (অর্থাৎ একটি বাজেট স্মার্টফোনের দাম) ছাড়ে নূন্যতম ১,৩৯,৯৯৯ টাকা ব্যয় করে কিনতে পারবেন। ফিচার বলতে এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.২ ইঞ্চি এইচডি+ ডায়নামিক অ্যামোলেড কভার ডিসপ্লে এবং ৭.৬ ইঞ্চি কিউএক্সজিএ (QXGA)+ ডায়নামিক অ্যামোলেড প্রাইমারী ডিসপ্লে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরে চলে। তাছাড়াও ফোনটি ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করে।

২. Samsung Galaxy S21 FE: এই গ্যালাক্সি স্মার্টফোনটির এখন দাম শুরু হচ্ছে ৪৯,৯৯৯ টাকা থেকে, মানে ক্রেতারা এটি কিনলে দামের ওপর ৫,০০০ টাকা ছাড় পাবেন। স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ অক্টা-কোর প্রসেসর চালিত। অন্যদিকে এটিতে ২৫ ওয়াট ওয়্যারড্ এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিসহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। উপরন্তু ভালো সেলফি তোলার জন্য মিলবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৩. Samsung Galaxy A23: স্যামসাং এ-সিরিজের ব্র্যান্ডিংযুক্ত এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে। হার্ডওয়্যার ফ্রন্টে এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি বহন করে। এই ফোনটিতে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে, যার ফলে এটির প্রারম্ভিক দাম এখন ১৮,৪৯৯ টাকা।

৪. ​Samsung Galaxy M12: দামের ওপর ১,০০০ টাকা ছাড়ের কারণে এই ফোনটি এখন ১২,৪৯৯ টাকায় পাওয়া যাবে। এটি ৬.৫ ইঞ্চি এইচডি+ ইনফিনিটি-ভি (Infinity-V) ডিসপ্লেসহ আসে। অন্যদিকে ক্রেতারা এতে এক্সিনস ৮৫০ চিপসেট পাবেন। সাথে থাকবে ৬,০০০ এমএএইচের বড় ব্যাটারি। আবার ফটোগ্রাফির জন্য ফোনটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে।

৫. Samsung Galaxy M33: ব্র্যান্ডের এই বাজেট ফোনটিতে ২,০০০ টাকা ছাড় মিলছে, ফলত এটি কমপক্ষে ১২,৯৯৯ টাকা দিয়ে পকেটস্থ করতে পারবেন। এর স্পেসিফিকেশন বেশ নজরকাড়া, কারণ এতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৪ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সসহ কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর এবং ৬,০০০০ এমএএইচ ব্যাটারি।

৬. Samsung Galaxy F23: ১,৫০০ টাকা ডিসকাউন্টে এই স্মার্টফোনটি নূন্যতম ১৫,৯৯৯ টাকা দিয়ে কেনা যাবে। এতে এইচডি+ ডিসপ্লে রয়েছে। তাছাড়া এটিতে বিদ্যমান ৬ জিবি পর্যন্ত র‌্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। সফ্টওয়্যার হিসেবে ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম বহন করে। এটি ডে-টাইম ফটোগ্রাফির জন্য দারুণ অপশন।

৭. Samsung Galaxy A33: এই ফোনটির দাম এখন ২৫,৪৯৯ টাকা থেকে শুরু হচ্ছে, কারণ এতে ৩,০০০ টাকা ছাড় উপলব্ধ। এই স্মার্টফোনটি অক্টা-কোর এক্সিনস ১২৮০ চিপসেট দ্বারা চালিত, যেখানে অন্যান্য ফিচার বলতে দেখা যাবে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। তাছাড়া এটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপও বহন করে।

. Samsung Galaxy A13: দামের ওপর ১,৫০০ টাকা অফ থাকায়, এই ফোনটি এখন ১৩,৯৯৯ টাকা থেকে কেনা যাবে। সুবিধা বলতে এটি ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে চালিত। অন্যদিকে এতে রয়েছে এক্সিনস ৮৫০ প্রসেসরসহ ৬ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি (২৫ ওয়াট ফাস্ট চার্জিং)। স্মার্টফোনটি কালো, নীল, পীচ এবং সাদা রঙে উপলব্ধ।

৯. Samsung Galaxy Tab A7 Lite: মাত্র ১৩,৯৯৯ টাকা দিয়ে এই ট্যাবলেটটি কেনা যেতে পারে, এতে ১,০০০ টাকা ছাড় মিলছে। এটি ডলবি অ্যাটমস সুবিধাসহ স্যামসাংয়ের সবচেয়ে সাশ্রয়ী ট্যাবলেট যাতে ৮.৭ ইঞ্চি ডব্লিউউএক্সজিএ+ ডিসপ্লে বিদ্যমান। আর এর সাথে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি২২২টি প্রসেসর, ৪ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫,১০০ এমএএইচ ব্যাটারি।

১০. ​Samsung Galaxy Watch 4: এই আধুনিক ঘড়িটি ৮,০০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে, এর ফলে এটি ১৮,৯৯৯ টাকায় মিলবে। এটিতে ১.২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। অন্যদিকে এটিতে সম্বলিত রয়েছে ৩-ইন-১ সেন্সর মানে তিনটি হেল্থ ট্র্যাকিং সেন্সর – অপটিক্যাল হার্ট রেট, ইলেকট্রিক হার্ট এবং বায়োইলেক্ট্রিক্যাল ইম্পিডেন্স সেন্সর।

Tags:    

Similar News