Honor 70 5G, Honor X8 5G, Honor Pad 8 চুপিসারে বাজারে লঞ্চ হল, দাম জেনে নিন

By :  SUPARNA
Update: 2022-08-26 12:02 GMT

চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করার পর এখন যুক্তরাজ্যের বাজারে পা রাখলো Honor 70 5G স্মার্টফোন। উক্ত মডেলটির পাশাপাশি, Honor X8 5G নামের আরেকটি হ্যান্ডসেট এবং Pad 8 ট্যাবলেটকেও অফিসিয়াল করেছে শেনঝেন ভিত্তিক টেক ব্র্যান্ডটি। উল্লেখিত স্মার্টফোন দুটি 5G নেটওয়ার্কিং সাপোর্ট সহ এলেও, এগুলির ফিচার একে অপরের থেকে যথেস্টই ভিন্ন। যেমন, Honor 70 5G ফোনে যেখানে - OLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ৪,৮০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। সেখানে, Honor X8 5G - TFT LCD ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০+ চিপসেট, ৬ জিবি র‌্যাম ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। যদিও উভয় মডেলেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ১২৮ জিবির স্টোরেজ পাওয়া যাবে। অন্যদিকে আলোচ্য ট্যাবলেটটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ এসওসি এবং ২২.৫ ওয়াট চার্জিং টেকনোলজি সমর্থন করে। চলুন Honor 70 5G, X8 5G স্মার্টফোন এবং Pad 8 ট্যাবলেটের দাম ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

অনর ৭০ ৫জি, এক্স৮ ৫জি ও প্যাড ৮ -এর দাম (Honor 70 5G, Honor X8 5G & Honor Pad 8 price)

অনর ৭০ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের জন্য দাম ৪৭৯.৯৯ GBP (ভারতীয় মূল্যে প্রায় ৪৫,৩০০ টাকা) রাখা হয়েছে। হ্যান্ডসেটটি বর্তমানে যুক্তরাজ্যে ক্রিস্টাল সিলভার, এমারল্ড গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক কালার অপশনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ।

অনর এক্স৮ ৫জি স্মার্টফোনকেও একটি মাত্র স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। সেক্ষেত্রে ডিভাইসটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনটি ২২৯.৯৯ GBP (প্রায় ২১,৭০০ টাকা) টাকার প্রাইজ ট্যাগের সাথে যুক্তরাজ্যের বাজারে এসেছে। এটি দুটি আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ - মিডনাইট ব্ল্যাক এবং ওশান ব্লু।

অনর প্যাড ৮ ট্যাবলেটের ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের দাম ২৪৯.৯৯ GBP (প্রায় ২৩,৬০০ টাকা) বরাদ্দ করা হয়েছে। এটি একক ব্লু আওয়ার কালার বিকল্পে লঞ্চ হয়েছে।

অনর ৭০ ৫জি -এর স্পেসিফিকেশন(Honor 70 5G specifications)

অনর ৭০ ৫জি চলতি বছরের আগস্টে বিশ্বব্যাপী লঞ্চ হয়েছিল। ডুয়াল-সিমের (ন্যানো) এই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলে। এতে একটি ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, DCI-P3 কালার গ্যামেট এবং ২০:৯ এসপেক্ট রেশিও অফার করে। উন্নত পারফরম্যান্সের জন্য, স্মার্টফোনটি অ্যাড্রেনো ৬৪২এল জিপিইউ এবং অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর সহ এসেছে। আর আগেই বলেছি, এতে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ বর্তমান।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Honor 70 5G স্মার্টফোনে ৫৪ মেগাপিক্সেল Sony IMX800 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা ইউনিটের প্রাইমারি সেন্সরটি ৪কে (4K) রেজোলিউশন ভিডিও রেকর্ডিং এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) টেকনোলজি সমর্থন করে। ডিভাইসের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।

কানেক্টিভিটির জন্য Honor 70 5G স্মার্টফোনে - 5G, 4G LTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.২, NFC এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত। আবার সেন্সর হিসাবে এতে - অ্যাম্বিয়েন্ট লাইট, গ্র্যাভিটি, প্রক্সিমিটি, কম্পাস সেন্সর এবং একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সামিল করা হয়েছে৷ পাওয়ার ব্যাকআপের জন্য Honor 70 5G হ্যান্ডসেটে ৬৬ ওয়াটের সুপারচার্জ চার্জিং টেকনোলজি সহ একটি ৪,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে৷ এর পরিমাপ ১৬১.৪x৭৩.৩x৭.৯১ মিমি এবং ওজন প্রায় ১৭৮ গ্রাম।

অনর এক্স৮ ৫জি -এর স্পেসিফিকেশন (Honor X8 5G specifications)

গত জুলাই মাসে বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করে অনর এক্স৮ ৫জি। এতে একটি ৬.৫-ইঞ্চির (৭২০x১,৬০০ পিক্সেল) TFT LCD ডিসপ্লে রয়েছে, যা ২০:৯ এসপেক্ট রেশিও এবং ১৬.৭ মিলিয়ন কালার সাপোর্ট করে। এই হ্যান্ডসেটে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০+ প্রসেসর এবং অ্যাড্রেন ৬১৯ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ম্যাজিক ইউআই ৪.২ কাস্টম ওএস দ্বারা চালিত। স্টোরেজ হিসাবে ডিভাইসে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম পাওয়া যাবে।

Honor X8 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ডেপ্থ লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার যুক্ত একটি ম্যাক্রো শুটার। ডিভাইসের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির জন্য আলোচ্য হ্যান্ডসেটে - 5G, 4G LTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.১ এবং NFC অন্তর্ভুক্ত। আবার নিরাপত্তার জন্য মিলবে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ২ডি (2D) ফেস রিকগনিশন ফিচার। স্মার্টফোনটি ২২.৫ওয়াট চার্জিং সমর্থন সহ একটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে। এর পরিমাপ ১৬৩.৬৬x৭৫.১৩x৮.৬৮ মিমি এবং ওজন প্রায় ১৯৪ গ্রাম।

অনর প্যাড ৮ -এর স্পেসিফিকেশন (Honor Pad 8 specifications)

অনর প্যাড ৮ -কে গত আগস্টে বিশ্বব্যাপী উন্মোচন করা হয়েছিল। ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ভিত্তিক ম্যাজিক ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলে। এতে একটি ১২-ইঞ্চির (১,২০০x২,০০০ পিক্সেল) LCD ডিসপ্লে প্যানেল আছে। আবার পারফরম্যান্সের জন্য উক্ত ট্যাবে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দেওয়া হয়েছে। এতে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে।

ছবি তোলার জন্য, Honor Pad 8 ট্যাবলেটে একটি ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে - ব্লুটুথ ভি৫.১ এবং ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই। আবার সেন্সর হিসাবে এতে - অ্যাক্সেলেরোমিটার এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর পাওয়া যাবে। এছাড়া, অনর আনীত এই ট্যাবলেটে ৮টি স্পীকার যুক্ত অডিও সেটআপও রয়েছে। Honor Pad 8, ২২.৫ ওয়াট চার্জিং টেকনোলজি সমর্থিত ৭,২৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে। এর পরিমাপ ২৭৮.৫৪x১৭৪.০৬x৬.৯ মিমি এবং ওজন প্রায় ৫২০ গ্রাম।

Tags:    

Similar News