ভ্যালেন্টাইনস ডে-র পরেই ভারতে আসছে iQOO Neo 7, লঞ্চের আগে স্পেসিফিকেশন প্রকাশ্যে

Update: 2023-01-21 08:19 GMT

দীর্ঘ প্রতীক্ষিত iQOO Neo 7 আগামী ১৬ ফেব্রুয়ারি ভারতের বাজারে আসতে চলেছে, তবে এটি তার চীনা সংস্করণের থেকে ভিন্ন হবে বলেই জানা গেছে। ইতিমধ্যেই ব্র্যান্ডের তরফে নিশ্চিত করা হয়েছে যে, Neo 7-এর ভারতীয় মডেলটি MediaTek Dimnesity 8200 চিপসেট দ্বারা চালিত হবে এবং এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর এখন আসন্ন আইকো হ্যান্ডসেটটির ডিসপ্লে স্পেসিফিকেশন, ডিজাইন এবং কালার অপশনগুলি প্রকাশ্রে এসেছে। আসুন তাহলে এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল iQOO Neo 7-এর ডিজাইন ও কালার অপশন

আইকো নিও ৭-এর ভারতীয় মডেলটি ৬.৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে বলে জানা গেছে। এটি গ্রে এবং ব্লু-এর মতো কালার অপশনে পাওয়া যাবে। নতুন লিক থেকে জানা গেছে যে, ভারতীয় নিও ৭ প্রকৃতপক্ষে সম্প্রতি চীনে আত্মপ্রকাশ করা আইকো নিও ৭ এসই-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে।

সম্প্রতি, আইকো ফোনটির কার্যকারিতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। তারা নিশ্চিত করেছে যে, নিও ৭ ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত হবে, যেটিকে তার সর্বোচ্চ পারফরম্যান্সের ৮৮%-এ ক্লক করা হয়েছে। হ্যান্ডসেটটি একটি আল্ট্রা-গেম মোড এবং ফুল কভারেজ ৩ডি (3D) কুলিং সিস্টেমের সাথে আসবে বলে দাবি করা হয়েছে।

যদি, iQOO Neo 7-এর ভারতীয় সংস্করণটি প্রকৃতপক্ষে একটি রিব্র্যান্ডেড Neo 7 SE হয়, তাহলে আশা করা যায় যে এটিতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে। ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির ব্যাক প্যানেলে হাই-রেজোলিউশন ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে।

আর ভিডিও কল এবং সেলফি তোলার জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করবে। এতে একটি টাইপ-সি চার্জিং পোর্ট এবং ডুয়েল স্পিকার থাকবে। উল্লেখ্য, ভারতের বাজারে iQOO Neo 7-এর মূল্য কত হতে পারে, তা এখনও জানা যায়নি। তবে, কোম্পানি প্রকাশ করেছে যে, Neo 7 ভারতে অ্যামাজন (Amazon) এবং আইকো ই-স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। আগামী দিনে স্মার্টফোনটির সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে জানা গেছে।

Tags:    

Similar News