Lava Yuva 5G: লঞ্চ হল দেশের সবচেয়ে সস্তা 5G ফোন লাভা ইউভা ৫জি, দাম ১০ হাজার টাকার কম
আজ ভারতের বাজারে পা রাখলো Lava Yuva 5G। এই নতুন Yuva-সিরিজ স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ৯,৪৯৯ টাকা থেকে। এটি এদেশে লঞ্চ হওয়া UniSoC T750 প্রসেসর-চালিত প্রথম হ্যান্ডসেট। এছাড়া ফিচার হিসাবে Lava Yuva 5G ফোনে HD+ LCD 2.5D কার্ভড ডিসপ্লে, ব্লোটওয়্যার ফ্রি অপারেটিং সিস্টেম, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি বর্তমান। আবার এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও এতে অ্যাননোমাস কল রেকর্ডিং এবং ৪ জিবি ভার্চুয়াল র্যাম ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। চলুন Lava Yuva 5G ফোনের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
ভারতে Lava Yuva 5G স্মার্টফোনের দাম ও লভ্যতা
এদেশের বাজারে লাভা ইউভা ৫জি ফোন মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ৯,৪৯৯ টাকা। আবার উচ্চতর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম থাকছে ৯,৯৯৯ টাকা। আপনারা এই ফোন আগামী ৫ই জুন থেকে লাভা ই-স্টোর, লাভা রিটেল নেটওয়ার্ক সহ ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon) -এর মাধ্যমে কিনতে পারবেন।
Lava Yuva 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার
লাভা ইউভা ৫জি স্মার্টফোনে ৬.৫২-ইঞ্চির এইচডি প্লাস (৭২০×১৬০০ পিক্সেল) এলসিডি ২.৫ডি কার্ভড গ্লাস ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি - ২৬৯ পিপিআই পিক্সেল ডেনসিটি, ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭৫০ প্রসেসর এবং মালি জি৫৭ জিপিইউ। এই চিপসেটের মধ্যে - ২টি কর্টেক্স-৭৬ পারফরম্যান্স কোর এবং ৬টি কর্টেক্স-এ৫৫ এফিসিয়েন্সি কোর অন্তর্ভুক্ত৷ এই ফোন ৪ জিবি র্যাম এবং সর্বোচ্চ ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ সহ এসেছে। আবার অতিরিক্তভাবে ৪ জিবি ভার্চুয়াল র্যাম ফিচারও সাপোর্ট করে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো সম্ভব।
লাভা ব্র্যান্ডের এই নয়া ফোন অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এই ওএস ব্লোটওয়্যার ফ্রি, অর্থাৎ অযাচিত বিজ্ঞাপন প্রদর্শন করবে না। সংস্থাটি তাদের এই লেটেস্ট হ্যান্ডসেটের সাথে অ্যান্ড্রয়েড ১৪ আপগ্রেড সহ দুই বছরের সফ্টওয়্যার সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তদুপরি ফটো ও ভিডিওগ্রাফির জন্য Lava Yuva 5G ফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল- ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল অক্সিলিয়ারি লেন্স। ডিভাইসের সামনের স্ক্রিন ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার বর্তমান।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এতে অ্যাননোমাস কল রেকর্ডিং এবং ফেস আনলক ফিচারের সুবিধা পাওয়া যাবে। কানেক্টিভিটি বিকল্প হিসাবে সামিল থাকছে - ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৮০২,১১ এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, গ্লোনাস, ইউএসবি ২.০ পোর্ট এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক৷ Lava Yuva 5G ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর পরিমাপ ১৬৩.৩৬×৭৬.১৬×৯.১ মিমি এবং ওজন ২০৮ গ্রাম।