বছর ঘুরতেই বাজারে সস্তায় 'চ্যাম্পিয়ন' 5G ফোন আনল Realme, মাত্র 11999 টাকায় পাবেন ধামাকা ফিচার

Update: 2024-01-03 05:31 GMT

ক্রেতামহলে আকর্ষণ বাড়াতে এবং অন্যান্য কোম্পানিকে টেক্কা দিতে, গত মাসে নিজের 'চ্যাম্পিয়ন' সিরিজের (পড়ুন এন্ট্রি লেভেল রেঞ্জের) প্রথম 5G স্মার্টফোন Realme C67 5G লঞ্চ করেছিল ভারতের বাজারের অন্যতম জনপ্রিয় টেক-লাইফ ব্র্যান্ড Realme। এর বেশ কিছুটা সময় কেটে বছর ঘুরে যাওয়ার পর, আজ কোম্পানির তরফে এটির বিক্রির ঘোষণা করা হয়েছে। বিশেষত্বের কথা বললে, পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সাপোর্টযুক্ত কোম্পানির এই লেটেস্ট হ্যান্ডসেটটি SuperVOOC ফাস্ট চার্জিং থেকে শুরু করে 120Hz ডায়নামিক ডিসপ্লের মতো ফিচার অফার করবে। এদিকে Realme C67 5G কিনতেও খুব বেশি টাকা খরচ হবেনা। চলুন তবে, ঝটপট দেখে নেওয়া যাক নতুন Realme C67 5G ফোনের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন।

নতুন Realme C67 5G ফোনের দাম, প্রাপ্যতা

লেটেস্ট রিয়েলমি সি৬৭ ৫জি ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে – এর মধ্যে ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা, যেখানে ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ মডেল ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এর মধ্যে ব্যাঙ্ক অফার ও কুপন ডিসকাউন্ট মিলিয়ে বেস ভ্যারিয়েন্টটি এখন মোট ২,০০০ টাকা ছাড়ে মানে ১১,৯৯৯ টাকায় পেয়ে যাবেন।

প্রসঙ্গত, আগ্রহীরা আগামী ৩১শে জানুয়ারী অর্থাৎ মাসের শেষ দিন পর্যন্ত কাছাকাছি কোনো রিয়েলমি (Realme) স্টোরে গিয়ে এই রিয়েলমি ফোনটি কিনতে পারবেন। এছাড়া আগামী ৫ তারিখ থেকে ৯ তারিখ এবং ১৩ থেকে ১৯শে জানুয়ারী সময়ের মধ্যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (মানে realme.com) বা ফ্লিপকার্ট (Flipkart) থেকেও ফোনটি কেনা যাবে। এক্ষেত্রে সবুজ ও কালো দুটি রঙের বিকল্প থাকবে।

Realme C67 5G-এর স্পেসিফিকেশন

বাজেট রেঞ্জের রিয়েলমি সি৬৭ ৫জি স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটযুক্ত ৬.৭২ ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন ২৪০০×১০৮০) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর, যার সাথে মিলবে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ৩৩ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এদিকে ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার সেটআপ অফার করবে। একইভাবে কানেক্টিভিটির জন্য মিলবে ব্লুটুথ ৫.২, ৩.৫ মিমি হেডফোন জ্যাক ও টাইপ সি পোর্ট। এছাড়া ফোনটিতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট তো থাকছেই!

Tags:    

Similar News