Big Billion Days: মাত্র 12 হাজারে কেনা যাবে ফিচারে ঠাসা 5G ফোন, প্রকাশ্যে Realme মোবাইলের অফার

Update: 2023-10-03 07:36 GMT

Flipkart sale: সপ্তাহ ঘুরলেই শুরু হবে Flipkart Big Billion Days 2023 সেল। সেক্ষেত্রে বিশেষ বিক্রয়পর্বের দিন যত এগিয়ে আসছে, ততই এক-এক করে অফারের ওপর থেকে পর্দা সরাচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্মটি। বিশেষ করে স্মার্টফোন ক্রেতাদের আকর্ষিত করতে প্রতিদিন সন্ধ্যা ৭টার সময় Flipkart নতুন ব্র্যান্ডের ডিল প্রকাশ করছে। যেমন গতকাল মানে সোমবার সন্ধ্যায়, তারা টেকলাইফ ব্র্যান্ড Realme-এর স্মার্টফোনগুলিতে সেলে কী অফার থাকবে, সেই তথ্য সামনে এনেছে। Flipkart Big Billion Days-এর বিজ্ঞাপনী মাইক্রোসাইট অনুযায়ী, সেল চলাকালীন Realme-র 5G স্মার্টফোনগুলির প্রারম্ভিক মূল্য ১২,০০০ টাকার কম হবে। এছাড়া অনেক মডেল ১০,০০০ টাকার কমেও কেনা যাবে। আসুন, এখন আমরা Realme ফোনে পাওয়া যাবে এমন কিছু সেরা Flipkart ডিল এক নজরে দেখে নিই।

Flipkart Big Billion Days-এ Realme-র এই ফোনগুলি কিনলে লাভ

১. Realme C51: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং স্লিম ডিজাইনের এই বাজেট ফোনটি ১০,৯৯৯ টাকার পরিবর্তে ৭,৯৯৯ টাকায় কেনা যাবে।

২. Realme C55: আইফোনের মতো ডায়নামিক আইল্যান্ড ফিচার, দুর্দান্ত ক্যামেরা এবং ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত এই ফোনটির দাম ১২,৯৯৯ টাকা। তবে সেলে এটি ৮,৯৯৯ টাকায় মিলবে।

৩. Realme C53: ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত এই রিয়েলমি ফোনটি ফ্লিপকার্টে ৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এমনিতে এর দাম ১৩,৯৯৯ টাকা।

৪. Realme 11x 5G: আল্ট্রা-স্লিম বডি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট এই ফোনের মূল্য ১৬,৯৯৯ টাকা, তবে সেলের সময় এটি ১১,৯৯৯ টাকায় কেনা যাবে।

৫. Realme 11 5G: এই ফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, 3x জুম ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সেল চলাকালীন এটি ২০,৯৯৯ টাকার পরিবর্তে ১৫,৯৯৯ টাকায় কেনা যাবে।

৬. Realme 11 Pro 5G: কার্ভড ডিসপ্লে এবং OIS ক্যামেরাযুক্ত এই ফোনের দাম ২৫,৯৯৯ টাকা। তবে সেল চলাকালীন এটি ১৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

৭. Realme 11 Pro+ 5G: আল্ট্রা-প্রিমিয়াম ডিজাইনের এই রিয়েলমি ফোনটিতে কার্ভড ডিসপ্লে এবং ২০০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর লেদার ব্যাক ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা, কিন্তু সেলে এটি ২৪,৯৯৯ টাকায় বিক্রি করবে ফ্লিপকার্ট।

Tags:    

Similar News