বদলে যাবে রিয়েলমি ফোন, ৮ ডিসেম্বর গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে Realme UI 4.0

Update: 2022-12-06 18:33 GMT

রিয়েলমি আগামী ৮ ডিসেম্বর গ্লোবাল মার্কেটে Realme 10 Pro সিরিজ লঞ্চ করতে চলেছে। তবে শুধু স্মার্টফোন নয়, এই লঞ্চ ইভেন্টে সংস্থার নতুন কাস্টম রম এর উপর থেকেও পর্দা সরানো হবে। রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ টুইটারে নিশ্চিত করেছেন যে, Realme 10 Pro সিরিজের সাথে Realme UI 4.0 আগামী ৮ ডিসেম্বর গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে। নয়া এই ইউআই ভার্সন Android 13 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে ডেভেলপ করা হয়েছে। জানিয়ে রাখি, চীনে নতুন রিয়েলমি স্মার্টফোন সিরিজের সাথে এসেছিল Realme UI 4.0।

রিয়েলমি বলেছে, আসন্ন ইউআই ভার্সন ডেভেলপ করার ক্ষেত্রে মূলত চারটি জায়গায় জোর দেওয়া হয়েছে - ডিজাইন, ইন্টারেকশন, ফ্লিডিটি ও এক্সপেরিয়েন্স। শেঠ তার টুইটে রিয়েলমি ইউআই ৪.০ এর কিছু গুরুত্বপূর্ণ ফিচারের কথা বলেছেন। তিনি বলেছেন, নয়া কাস্টম রম কার্ড-ভিত্তিক ডিজাইন অফার করবে যা বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় তথ্য এবং কম গুরুত্বপূর্ণ তথ্য দেখাবে।

https://twitter.com/MadhavSheth1/status/1600068746437353472

এছাড়া কুইক সেটিং ও কন্ট্রোল প্যানেল রিডিজাইন করা হবে। এছাড়া অলওয়েজ অন ডিসপ্লে ফিচার কে নতুন ভাবে সাজানো হয়েছে। আবার ফোন আনলক না করেও ইউজার মিউজিক প্লেয়ার দেখতে পারবে। এছাড়া রিয়েলমি ইউআই ৪.০ ইমোজি অ্যানিমেশন, ইন্ট্যারেক্টিভ প‌্যানেল ও কাস্টমাইজড রিকমেন্ডশন অফার করবে।

অন্যদিকে Realme UI 4.0 ডায়নামিক কম্পিউটিং ইঞ্জিন সহ আসবে, যা পারফরম্যান্স আগের তুলনায় ১০ শতাংশ উন্নত করবে। এছাড়া ব্যাটারি লাইফ ৪.৭ শতাংশ বাড়াবে। পরিশেষে, রিয়েলমি এতে নতুন প্রাইভেসি টুলও দিয়েছে, যার নাম প্রাইভেট সেফ।

Tags:    

Similar News