Samsung Cheapest OIS Smartphone: OIS ক্যামেরা সহ স্যামসাংয়ের সবচেয়ে সস্তা স্মার্টফোন এখন আরও কম দামে কেনার সুযোগ

Samsung Cheapest OIS Smartphone - ভারতে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে যথাক্রমে খরচ হবে ১৬,৪৯৯ টাকা ও ১৯,৪৯৯ টাকা।

Update: 2024-11-04 10:47 GMT

Samsung Cheapest OIS Smartphone Samsung Galaxy M35 5G

অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস ক্যামেরা ফিচার সহ অনেক ফোন এখন বাজারে উপস্থিত। এই ফিচারের কারণে ফটো বা ভিডিও ব্লার কম হয়। আপনি যদি এই ক্যামেরা ফিচারের ফোন কিনতে চান তাহলে বলি, স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি হল স্যামসাংয়ের সবচেয়ে সস্তা ওআইএস (OIS) ক্যামেরার স্মার্টফোন। এছাড়া এর ক্যামেরা ৪কে ও ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারে। এছাড়া স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ডিভাইসে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আসুন এর দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি: দাম ও প্রাপ্যতা

ভারতে Samsung Galaxy M35 5G এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে যথাক্রমে খরচ হবে ১৬,৪৯৯ টাকা ও ১৯,৪৯৯ টাকা। এটি স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন থেকে কেনা যাবে।

ক্রেতারা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি কিনতে চাইলে ১,০০০ টাকা ছাড় পাবেন। সম পরিমাণ ডিসকাউন্ট পাওয়া যাবে আইডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলেও। আবার অ্যামাজন আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৫ শতাংশ ইনস্ট্যান্ট ও ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার এর সাথে ৯ মাসের নো কস্ট ইএমআই অফার দেওয়া হচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি: স্পেসিফিকেশন

ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে আছে ৬.৬-ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন, যার রেজোলিউশন ফুল এইচডি প্লাস এবং এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল ১০০০ নিটস।

প্রসেসর: ডিভাইসটি এক্সিনোস ১৩৮০ প্রসেসরের সাথে‌ এসেছে, সাথে মালি-জি৬৮ এমপি৫ জিপিইউ উপস্থিত।

সফটওয়্যার: স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ চালায়

রিয়ার ক্যামেরা: গ্যালাক্সি এম৩৫ ৫জি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি ক্যামেরা হিসেবে ১৩ মেগাপিক্সেল সেন্সর বর্তমান।

ব্যাটারি এবং চার্জিং: গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে বক্সে কোনো চার্জার দেওয়া হবে না

OIS ক্যামেরা সহ স্যামসাংয়ের সবচেয়ে সস্তা স্মার্টফোন এখন আরও কম দামে কেনার সুযোগ সিকিউরিটির জন্য ‌এই স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সাউন্ডের জন্য স্টেরিও স্পিকার রয়েছে।

Tags:    

Similar News