কিছুক্ষণের মধ্যে ভারতে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M14 5G, 6000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা

Update: 2023-04-17 05:55 GMT

আজ ভারতে আসতে চলেছে Samsung Galaxy M14 5G। দুপুর বারোটায় ফোনটি এদেশে আত্মপ্রকাশ করবে। ই-কমার্স সাইট Amazon ইতিমধ্যেই ফোনটির জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। এই মাইক্রোসাইটে Samsung Galaxy M14 5G এর দাম সহ স্পেসিফিকেশন উল্লেখ আছে। এই ফোনে পাওয়া যাবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, এক্সিনস ১৩৩০ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

Samsung Galaxy M14 5G-এর সম্ভাব্য দাম

অ্যামাজনে Samsung Galaxy M14 5G‌ এর দাম ১৩xxx টাকা রাখা হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ ফোনটির মূল্য ১৩,৪৯৯ বা ১৩,৯৯৯ টাকা রাখা হতে পারে। ইউক্রেনে ইতিমধ্যেই Samsung Galaxy M14 5G‌ লঞ্চ হয়েছে, সেখানে-এর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম রাখা হয়েছে ৮,২৯৯ হিরভনিয়া (প্রায় ১৮,৩০০ টাকা)।

Samsung Galaxy M14 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

অ্যামাজন থেকে জানা গেছে, স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ডিভাইসে পাওয়া যাবে এক্সিনস ১৩৩০ প্রসেসর। এতে ১৩টি 5G ব্যান্ড থাকবে।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে Samsung Galaxy M14 5G‌ দেওয়া হবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসছে। ফোনটির ব্যাটারি ২ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে বলে দাবি করা হয়েছে।

Tags:    

Similar News